Friday, November 14, 2025

Mamata Banerjee: জলজমা-যানজট মুক্ত হবে বেহালা- নির্বাচনীপ্রচার মঞ্চ থেকে প্রতিশ্রুতি মমতার

Date:

Share post:

রাস্তায় জল জমার সমস্যা বেহালার নিত্যসঙ্গী। সঙ্গে আছে যানজট। এইসবই মুক্ত হবে বেহালা। বৃহস্পতিবার, পুরভোটের দ্বিতীয় নির্বাচনী প্রচারসভা থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। পাশাপাশি, তিনি জানান, রেলমন্ত্রী থাকাকালীন বেহালা মেট্রোর সব টাকা তিনি বরাদ্দ করেছেন। বলেন, “এখন আমার লক্ষ্য শিল্পোন্নয়ন।”

জল জমার সমস্যা রয়েছে বেহালায়। সেখানে পুরভোটের ২১ প্রার্থীর সমর্থনে প্রচারে তৃণমূল (Tmc) সুপ্রিমো জানান, মেট্রোর কাজের জন্য রাস্তায় নির্মাণ সামগ্রী পড়ে ড্রেনের মুখ বন্ধ হয়ে যায়। এই কারণেই বেহালায় বেশি জল জমে। তিনি বলেন, যাঁরা এলাকায় বাড়ি করবেন তাঁরাও সতর্ক থাকবেন, যেন নর্মদা বন্ধ না হয়।

একই সঙ্গে মমতা তিনি থাকলে মেট্রো কাজ দ্রুত শেষ হত। জানান, বেহালার মেট্রোর সব টাকা রেলমন্ত্রী থাকা সময় তিনি দিয়ে গিয়েছেন। “আমি থাকলে দুবছরে কাজ শেষ করে দিতাম” দাবি তৃণমূল নেত্রীর। ডায়মন্ডহারবার দক্ষিণেশ্বর মেট্রো রেল তৈরি চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি দেন মমতা।

আরও পড়ুন:Mamata Benarjee: কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি: উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বললেন, “বাংলাকে বিশ্বসেরা করব”

মমতা বলেন, আরও নতুন উড়ালপুর তৈরি করে যানজটের সমস্যা মেটানো হবে। তাঁর অভিযোগ, মাঝেরহাট ব্রিজের কাজ রেলের জন্য দেরি হয়েছে। কালীঘাটে দ্রুত শুরু হবে স্কাইওয়াক। যাদের দোকান সরাতে হয়েছে তাদের অন্য জায়গায় দোকান দেওয়া হয়েছে বলেও জানান মমতা।

কাউন্সিলরদের উদ্দেশ্যএ মমতা বলেন, এলাকায় সমস্যায় নজর রাখুন। গাড়িতে ঘুমোতে ঘুমোতে যাতায়াত করবেন না। কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর।

বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজের (Unesco Heritage ) তকমা পেয়েছে। এই নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে তোপ দাগেন। বলেন, “বিজেপি নেতার বলত, বাংলায় মমতাজি দুর্গাপুজো করতে দেন না। আজ দেখুন দুর্গাপুজো বিশ্ব হেরিটেজে স্থান পেয়েছে।“

তৃণমূল সুপ্রিমো বলেন, কলকাতার প্রত্যেক ওয়ার্ডে কমিউনিটি সেন্টার হবে যাতে গরীব মানুষরা অনুষ্ঠানের জন্য সেই জায়গা ভাড়া পান। তাদের জন্য 50 শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কলকাতায় জলের জন্য কর দিতে হয় না। বিনামূল্যে রেশন-চিকিৎসা পরিষেবা রয়েছে। ২০২৪-এর মধ্যে বাংলার গ্রামে গ্রামে পানীয় জল পৌঁছে যাবে।

নাম না করে এদিন ফের মোদির বিরুদ্ধে তোপ দাগেন তৃণমূল নেত্রী। বলেন, “কোভিটের সময় গঙ্গায় দেহ ভাসান। আর ভোট এলে ডুব দেন।“

মুখ্যমন্ত্রী জানান, বিশ্বের মধ্যে মেয়েদের জন্য সবচেয়ে নিরাপদ শহর কলকাতা। অন্যান্য যে কোনও রাজ্য থেকে স্বচ্ছতার সঙ্গে কাজ হয় বাংলায়।

spot_img

Related articles

দক্ষিণবঙ্গে শীতের আমেজ চলবে, উষ্ণতা বাড়তে পারে উত্তরে!

পারদ পতনের ট্রেন্ড বজায় রেখে দক্ষিণবঙ্গে (Winter in South Bengal)শীতের আমেজ। শুক্রবার সকালে হিমেল ছোঁয়ায় টুপি সোয়েটার সঙ্গী...

ইডেনে খেলতে এসে ছুটির আবদার! গম্ভীরকে আবেদন কুলদীপের

অবসান ঘটিয়ে ইডেনে প্রথম একাদশে জায়গা করে নিয়েছেন কুলদীপ যাদব , প্রথম সেশনে একটি উইকেটও তুলে নিয়েছেন। কিন্তু...

কৈখালীতে দুর্ঘটনা, সন্তানকে বাঁচাতে ট্রাকের তলায় পিষে গেলেন মহিলা!

বৃহস্পতিবার রাতে কৈখালীতে (Kaikhali accident) পথ দুর্ঘটনা। হাতিয়াড়ার ঝিলবাগানের বাসিন্দা পূজা মণ্ডল তাঁর স্বামী ও সন্তানকে নিয়ে ইলেকট্রিক...

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...