Kolkata Municipal Election: পুরভোটের আগের দিন রাজ্য প্রশাসনকে নয়া নির্দেশিকা নির্বাচন কমিশনের

রাত পোহালেই পুরভোট কলকাতার ১৪৪টি ওয়ার্ডে। চলছে কড়া নজরদারি।

চলছে কলকাতায় (Kolkata) পুরভোটে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেই নয়া নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ভোটের সুরক্ষা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে হবে – শনিবার, ডিজি ও সিপিকে (DG-CP) নিয়ে বৈঠকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বকেয়া পুরভোট নিয়েও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা হয়।

• কমপক্ষে ৪০,৪৮০০০ জন ভোটার
• ১৭৭৬টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ
• ১৪৪টি ওয়ার্ডের জন্য রয়েছে ১৬টি ডিসিআরসি
• ৬৫৭০টি ইভিএম থাকছে ৪৯৫৯টি বুথের জন্য

রবিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। করোনা আবহে নির্বাচনে ভোটকর্মীদের দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড-সহ সুরক্ষা কিট।