চলছে কলকাতায় (Kolkata) পুরভোটে শেষ মুহূর্তের প্রস্তুতি। তার আগেই নয়া নির্দেশিকা দিল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। ভোটের সুরক্ষা নিয়ে প্রতি ঘণ্টায় রিপোর্ট দিতে হবে – শনিবার, ডিজি ও সিপিকে (DG-CP) নিয়ে বৈঠকে নির্দেশ দিল রাজ্য নির্বাচন কমিশন। বকেয়া পুরভোট নিয়েও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে আলোচনা হয়।

• কমপক্ষে ৪০,৪৮০০০ জন ভোটার
• ১৭৭৬টি ভোটকেন্দ্রে হবে ভোটগ্রহণ
• ১৪৪টি ওয়ার্ডের জন্য রয়েছে ১৬টি ডিসিআরসি
• ৬৫৭০টি ইভিএম থাকছে ৪৯৫৯টি বুথের জন্য

রবিবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭ টা থেকে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। থাকছে কড়া নিরাপত্তার ব্যবস্থা। করোনা আবহে নির্বাচনে ভোটকর্মীদের দেওয়া হচ্ছে মাস্ক, স্যানিটাইজার, ফেস শিল্ড-সহ সুরক্ষা কিট।
