ঋষভ পন্থের (Rishabh Panth) মুকুটে নয়া পালক। উত্তরাখণ্ডের(Uttarakhand) ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি। পন্থকে বড় সম্মান জানাল উত্তরাখণ্ড সরকার। রবিবার উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী এই ঘোষণা করেছেন।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন,”ভারতের অন্যতম সেরা ক্রিকেটার পন্থ, তরুণদের আদর্শ। উত্তরাখণ্ডের সুযোগ্য সন্তান ঋষভ পন্থকে আমাদের রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হল। তাঁকে দেখে আগামী দিনে উত্তরাখণ্ডের তরুণরা আরও বেশি করে খেলা নিয়ে আগ্রহী হবেন।”

এই মুহূর্তে ভারতীয় দলের নিয়মিত সদস্য ঋষভ পন্থ। ক্রিকেটের তিনটি ফরম্যাটেই রয়েছেন তিনি। এই মুহূর্তে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন পন্থ। ২৬ ডিসেম্বর থেকে সেখানে শুরু টেস্ট সিরিজ। তারই প্রস্তুতিতে ব্যস্ত তিনি।

আরও পড়ুন:Breakfast sports: ব্রেকফাস্ট স্পোর্টস
