সেবক – রংপো রেল প্রকল্পে কাজ করতে গিয়ে মাটি চাপা পড়ে মৃত্যু ২ শ্রমিকের।মৃতরা হল সন্তোষ রায় (২৫) এবং কারু ওঁরাও( ২৫) । ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের কালিখোলায় ।পুলিশ সূত্রে খবর, মৃতরা প্রত্যেকেই ঝাড়খণ্ড রাজ্যের বাসিন্দা। তবে এই ঘটনায় রেল কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন:Winter: শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে তাপমাত্রা ৩.১ ডিগ্রি
শ্রমিকেরা জানিয়েছেন, রবিবার রাতে কালিখোলায় সেতু নির্মাণের জন্য পিলার তৈরির জন্য মাটি কাটতে খাদে নামে ওই দুই শ্রমিক। এরপরই আচমকা উপর থেকে মাটি চাপা পড়ে যায়। অন্যান্য শ্রমিকরা কোনওমতে ওই দুজনকে উদ্ধার করেন। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান। এরপর তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
খবর পাওয়ামাত্র রেল কর্তৃপক্ষ ও বরাত প্রাপ্ত সংস্থার সঙ্গে যোগাযোগ করেন কালিম্পংয়ের জেলাশাসক আর বিমলা ও পুলিশ সুপার হরেকৃষ্ণ পাঁই। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
প্রসঙ্গত, সিকিমকে রেলপথে জুড়তে সেবক থেকে রংপো পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেয় উত্তর-পূর্ব সীমান্ত রেল।২০২০ সালে ওই রেলপথ প্রক্লপের কাজ শুরু হয়। এই রেলপথ নির্মাণের ৭০ শতাংশে ১৪ টি টানেল-সহ দশটির বেশি সেতু রয়েছে। মোট ৪৪ কিলোমিটার রেলপথের মধ্যে ৪১ কিলোমিটার পশ্চিমবঙ্গ ও সাড়ে ৩ কিলোমিটার সিকিমের অধীনে রয়েছে। এই নির্মানের পর থেকেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, গত ১৮ জুন মাসে টানেল নির্মাণের সময় নরেশ সোরেন ও সালখু মুর্মু নামে দুই শ্রমিকের মৃত্যু হয়। এবার ওই প্রকল্পেই কাজ চলাকালীন মৃত্যু হল আরও দুই শ্রমিকের।
