Winter: শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে উত্তরভারত, রাজধানীতে তাপমাত্রা ৩.১ ডিগ্রি

হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা। শৈত্যপ্রবাহের জেরে কাঁপছে দেশের বিস্তীর্ণ অঞ্চল। কাশ্মীর, দিল্লি, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশের একাংশে গত কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা নীচে নেমে গিয়েছে। সোমবার রাজধানীতে পুরনো রেকর্ড ভেঙে তাপমাত্রা নেমেছে ৩.১ ডিগ্রিতে।


আরও পড়ুন:Weather Forecast:ইনিংসের শুরুতেই ছক্কা হাঁকাচ্ছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ডিগ্রিতে


গত কয়েক দিনে শৈত্যপ্রবাহের জেরে শ্রীনগরের রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে পৌঁছেছে। পহেলগামে তা নেমেছে মাইনাস ৭.৪ ডিগ্রিতে। লাদাখে তা ইতিমধ্যেই পৌঁছেছে মাইনাস ১৯ ডিগ্রিতে। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশও বরফে ঢেকেছে। তবে ২২ ডিসেম্বরের পর থেকে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে বলে জানিয়েছে আবহাবিদরা। পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড়দিনের সময়ে হয়ত সর্বনিম্ন তাপমাত্রাও একটু বাড়বে। যার জেরে কিছুটা হলেও স্বস্তি পাবেন রাজধানীর বাসিন্দারা।

উত্তরভারতের হাড়কাঁপানো ঠান্ডার জেরে বঙ্গে ঢুকছে উত্তুরে হাওয়া। যার জেরে কলকাতা-সহ জেলাগুলিতেও অব্যাহত রয়েছে পারদপতন।পৌষের শুরুতেই শুরু হয়েছে পারদপতন। কলকাতায় আজ তাপমাত্রা নেমে ১১ ডিগ্রিতে ঠেকেছে।

Previous articleসাংসদ সাসপেন্ড ইস্যুতে বৈঠকের ডাক কেন্দ্রের, সর্বদলের প্রস্তাব দিয়ে বয়কট তৃণমূলসহ বিরোধীদের
Next articleLabour Died:সেবক-রংপো রেল প্রকল্পে ফের বিপত্তি,কালিম্পংয়ে মৃত্যু ২ শ্রমিকের