বিধানসভা ভোটের আগে রাজ্যজুড়ে বিজেপির যে আস্ফালন দেখা গিয়েছিল ভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর তা ক্রমশ ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছিল। পুরভোটের ফলাফল প্রকাশ্যে আসার পর এবার দেখা গেল কফিনের ভেতর ধীরে ধীরে সেধিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপি(BJP)। ১৪৪ আসনবিশিষ্ট কলকাতা পুরসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসন মাত্র ৩। অন্যদিকে ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল(TMC)। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয় হাসিল করেছে তারা। বঙ্গ বিজেপির এহেন বেহাল পরিস্থিতি প্রসঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) গেরুয়া শিবিরকে কটাক্ষ করে জানান, “বিজেপি ভোকাট্টা।”

এদিন ভোট গণনা শুরু হতেই এক ধাক্কায় সবাইকে পেছনে ফেলে দিয়ে অর্ধেকের বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল। বেলা যত বাড়তে থাকে ফলাফল ততই পরিষ্কার হতে থাকে। শেষ পাওয়া খবরে দেখা যায় ১৩৪ টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। যার মধ্যে বেশিরভাগ আসনেই ইতিমধ্যে জয় হাসিল হয়েছে। পাশাপাশি বিজেপি পেয়েছে মাত্র ৩টি আসন, বামফ্রন্ট ও কংগ্রেস পেয়েছে মাত্র দুটি করে আসন। ৫ নম্বর বোরোর ৫০ নম্বর ওয়ার্ডে ১০৯৩ ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। ৪ নম্বর বোরোর ২৩ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী বিজয় ওঝা। পাশাপাশি ২২ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মীনা দেবী পুরোহিত। ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে বিজেপি সাফল্যের মুখ মাত্র এই তিনজন।

আরও পড়ুন:সজলের জয় : সুদীপ-নয়নার বিরুদ্ধে ক্ষোভে ফুটছে উত্তর কলকাতা তৃণমূল

অন্যদিকে এবারের পুরসভা নির্বাচনে তিনটি ওয়ার্ডে জিতেছেন নির্দল প্রার্থীরা। পুরসভা ৪৩ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন আয়েশা কানিজ, ১৩৫ নম্বর ওয়ার্ড থেকে জিতেছেন রুবিনা নাজ, এবং ১৪১ নম্বর ওয়ার্ডে জিতেছেন পূর্বাশা নস্কর।
