Friday, August 22, 2025

জানুয়ারিতে রাজ্যজুড়ে দুয়ারে সরকার, জানুন কী কী পরিষেবা মিলবে ক্যাম্পে

Date:

Share post:

সরকার ঘরের দুয়ারে। একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) এই প্রকল্প হয়ে উঠেছিল মাস্টার স্ট্রোক। তবে নির্বাচন শেষ হলেও মানুষকে আজও ঘরের দুয়ারে এই পরিষেবা দিয়ে চলেছে সরকার(government)। আগামী বছরের শুরুতে ফের রাজ্যজুড়ে বসতে চলেছে দুয়ারে সরকারের(Duare Sarkar) ক্যাম্প। আগামী ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় দফায় ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি দুয়ারে সরকার চলবে। এই দু-দফার দুয়ারে সরকারে কোন কোন প্রকল্পের সুবিধা এবার পাবেন আমজনতা, তার নির্দেশিকা জারি করল নবান্ন(Nabanna)।

দুয়ারে সরকারের ক্যাম্পে মিলবে যেসব সুবিধা:
এবার দুয়ারে সরকারে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সে তথ্য প্রকাশ্যে এনেছে নবান্ন। যেখানে দেখা গিয়েছে এবারের দুয়ারে সরকারে যুক্ত হচ্ছে বেশ কিছু নতুন প্রকল্প। যে গুলি হল, ১. মত্‍স্যজীবী ক্রেডিট কার্ড ২. আর্টিসান ক্রেডিট কার্ড ৩. ওয়েভার ক্রেডিট কার্ড। এর পাশাপাশি আগের পুরনো প্রকল্পগুলিও থাকছে দুয়ারে সরকারের ক্যাম্পে। যেমন স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, শিক্ষাশ্রী, রূপশ্রী, কন্যাশ্রী, জাতিগত শংসাপত্র, তফশিলি বন্ধু, জয় জোহার, কৃষক বন্ধু, কিষাণ ক্রেডিট কার্ডের পরিষেবা। এছাড়া ১০০ দিনের কাজ, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী, ব্যাকিং সংক্রান্ত, আধার সংক্রান্ত কাজ, মিউটেশন সংক্রান্ত কাজ হবে।

আরও পড়ুন:চুয়াড় বিদ্রোহ নামাঙ্কিত মূর্তির সামনে সান্তার কাছে আবেদন, কর্ণগড়ের হেরিটেজ মর্যাদা

আমার কর্মদিশা:
শুধু তাই নয় নবান্ন আরও জানানো হয়েছে, এবার দুয়ারে সরকারে শিবিরে কারিগরি শিক্ষা দফতরের তরফে একটি নতুন অ্যাপও যুক্ত করা হবে। যার নাম দেওয়া হয়েছে ‘আমার কর্মদিশা’। এই অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রতি মাসে ১০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।

spot_img

Related articles

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...

ইমান বেচলেন কেন্দ্রীয় মন্ত্রী: শিখ সম্প্রদায়ের অপমানে নীরব রবনিতকে প্রশ্ন তৃণমূলের

কেন্দ্রীয় মন্ত্রী রবনিত সিং বিট্টু  শিখ সম্প্রদায়ের মানুষের সম্মানকে বাংলার বিজেপি নেতাদের সামনে বিক্রি করে দিলেন। নরেন্দ্র মোদির...