Monday, August 25, 2025

Assembly: রাজ্যের নতুন লোকায়ুক্ত হচ্ছেন অসীম রায়, মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত

Date:

Share post:

রাজ্যে নতুন লোকায়ুক্ত (Lokayukt) হচ্ছেন প্রাক্তন বিচারপতি অসীম রায় (Asim ray)। সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। বিধানসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিলমোহর পড়ায় এবার নাম পাঠানো হবে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) কাছে। তাঁর অনুমোদনের পরেই আনুষ্ঠানিকভাবে লোকায়ুক্ত নিযুক্ত হবেন রাজ্যে। পাশাপাশি, রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নামও চূড়ান্ত হয়েছে। প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য (Jyotirmoy Bhattacharya) মানবাধিকার কমিশনের পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে জ্যোতির্ময় ভট্টাচার্যের নাম প্রস্তাবের পাশাপাশি কমিশনের সদস্য হলেন শিবকান্ত প্রসাদ। তাঁদের নামও রাজভবনে পাঠানো হবে। তিনি সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে তাঁদের দায়িত্ব দেওয়া হবে।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, সংবিধান অনুযায়ী, কমিটি যে নাম চূড়ান্ত করে পাঠাবে, তাতে রাজ্যপালের সম্মতি জানানোটাই রীতি। সেটাই বলা আছে। মুখ্যমন্ত্রী বলেন, এটা কেন্দ্রীয় সরকার ও সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী হয়েছে। স্পিকারও আইনের ধারা উল্লেখ করে বলে দেন এই ধরনের নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকার, বিধানসভার এক্তিয়ার সর্বোচ্চ। এর অন্যথা চলে না। যদি রাজ্যপাল সেরকম কিছু করেন তাহলে তা হবে আইন বিরুদ্ধ।

বিধানসভায় অধ্যক্ষের ঘরে বিমান বন্দ্যোপাধ্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই লোকায়ুক্ত ও মানবাধিকার কমিশনে দুই প্রাক্তন বিচারপতির নিয়োগ চূড়ান্ত হয়ে যায়৷ বৈঠকে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি এদিনের বৈঠকে আসতে পারেননি। তবে, বাড়ি থেকেই ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন তিনি।

 

 

spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...