মাওবাদীদে(Naxal) বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল CRPF। সোমবার তেলাঙ্গানা(Telangana) ও ছত্তিশগড়(Chhattisgarh) সীমান্তের কিস্তারাম পুলিশ স্টেশনের সীমার অধীনে থাকা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে ৬ মাওবাদীকে খতম করল পুলিশ-সিআরপিএফ-এর যৌথ বাহিনী।

এদিন সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া বিবৃতিতে তেলাঙ্গানার ভদ্রদ্রি কোথাগুডেম জেলার পুলিশ সুপার সুনীল দত্ত জানান, ‘তেলাঙ্গানা এবং ছত্তিশগড় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযানটি শুরু হয়েছিল আজ সকাল সাড়ে ছটায়৷ অভিযানটি সকাল সাতটার মধ্যে শেষ হয়ে যায়৷ মাওবাদীরা আক্রমণের চেষ্টা করলে পাল্টা হানা দেয় যৌথ বাহিনী৷ তাতেই নিকেশ হয় ৬ মাওবাদী৷’
