ওমিক্রনের বাড়বাড়ন্ত দিল্লিতে: বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাং যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো

omicron

বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। দিল্লিতে (Delhi) হলুদ সতর্কতা জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (CM Arvind Kejriwal)। পর পর দু’দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি ছিল। ফলে হলুদ সতর্কতাজারি করা হয়েছে। বন্ধ স্কুল-কলেজও।

নির্দেশিকা অনুসারে, রাতে কারফু জারি হবে দিল্লিতে। বন্ধ থাকবে স্কুল ও কলেজ। প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। মেট্রো-ট্রেন এবং পাবলিক ট্রান্সপোর্টে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে। দিল্লিতে সোমবার থেকে রাত্রিকালীন বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নিয়ন্ত্রণ বিধি।

আরও পড়ুন-বস্তি উচ্ছেদ নয়, উন্নয়নকে প্রাধান্য দেওয়াই লক্ষ্য নতুন পুরবোর্ডের, বলছেন ডেপুটি মেয়র অতীন

মঙ্গলবার দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, ওমিক্রনে (Omicron) যারা আক্রান্ত হচ্ছেন তাঁরা মৃদু সংক্রমিত এবং রোগীরা জলদি সেরে উঠেছেন। তবে রাজধানীতে ওমিক্রন বিস্তার রুখতে কঠোর নিষেধাজ্ঞা জারি করতে চলেছে তাঁর সরকার। এদিনই দিল্লির আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুসারে, দিল্লিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১৬৫ জন। সে রাজ্যে এখনও পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৩১ জন।