Congress: পতাকা উত্তোলন করতে গিয়ে অস্বস্তিতে কংগ্রেস, দেখুন ভিডিয়ো

কংগ্রেসের ১৭২তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে অস্বস্তিতে পড়ল কংগ্রেস। এমনটা যে হতে পারে, সেকথা কারোর মাথাতেও আসেনি। একেই কংগ্রসে ভাঙন ধরিয়ে দল ছাড়ছেন অনেকেই। এরই মধ্যে প্রতিষ্ঠা দিবসের দিন পতাকা উত্তোলনের সময় কংগ্রেসের পতাকাটি পোস্টের উপর থেকে পড়ে যায়। শেষমেশ পতাকা উন্মোচন করা হলেও আর উত্তোলন হয়নি।ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সনিয়া গান্ধীর পতাকা উত্তোলনের পোস্টটি সাড়া ফেলেছে।

আরও পড়ুন:Vaccine: করোনা প্রতিরোধে আরও একধাপ এগোল ভারত, ছাড়পত্র পেল আরও দু’টি প্রতিষেধক

টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে,  দলীয় পতাকা উত্তোলনের সময় সনিয়া গান্ধীর হাতে পতাকাটি পোস্ট থেকে পড়ে যায়।  সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের চেষ্টা করতে থাকেন যাতে পতাকা ফের উত্তোলন করা যায়। তবে সব চেষ্টাই শেষ পর্যন্ত বিফলে যায়।


মঙ্গলবার নয়াদিল্লির কংগ্রেসের হেডকোয়ার্টারে দলের ১৩৭ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। সেখানেই পতাকা উত্তোলন করতে আসেন সোনিয়া গান্ধী। হাজির ছিলেন দলের কোষাধক্ষ্য পবন বনসাল এবং সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপালও। অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী , প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও।

Previous articleবস্তি উচ্ছেদ নয়, উন্নয়নকে প্রাধান্য দেওয়াই লক্ষ্য নতুন পুরবোর্ডের, বলছেন ডেপুটি মেয়র অতীন
Next articleওমিক্রনের বাড়বাড়ন্ত দিল্লিতে: বন্ধ স্কুল-কলেজ, ৫০ শতাং যাত্রী নিয়ে চলবে ট্রেন-মেট্রো