Thursday, August 21, 2025

India Team: ভারতের জয়ের জন‍্য দরকার ৬ উইকেট, ২১১ রানে পিছিয়ে প্রোটিয়ারা

Date:

Share post:

ভারতীয় বোলারদের দাপটে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের চতুর্থ দিনের শেষে চালকের আসনে ভারতীয় দল। ভারতের জয়ের জন‍্য দরকার ৬ উইকেট। ২১১ রানে পিছিয়ে প্রোটিয়ারা।

সেঞ্চুরিয়নে শেষবেলায় শামি-সিরাজরা যখন দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরেছেন, তখন সোশ্যাল মিডিয়া উত্তাল বিরাট কোহলিকে নিয়ে! বিষয়বস্তু খুব পরিচিত। ভারত অধিনায়কের অধুনা অফস্ট্যাম্প-প্রীতি। আরও একটা দিন। আরও একটা ইনিংস। আর আরও একটা অফ স্ট্যাম্পের বাইরের বলে একইভাবে উইকেট দিয়ে এলেন ভিকে। শুধু এবারের উইকেটটা তিনি দিলেন বাঁ হাতি জেনসেনকে। দুই ইনিংসেই যিনি চমৎকার জায়গায় বল রেখে গেলেন। বলা হয়নি, ২০২১-এও বিরাটের ব্যাটে সেঞ্চুরি এল না! ঠিক আগের বছরের মতো। শেষ সেঞ্চুরি ইডেনে বাংলাদেশের বিরুদ্ধে, ২০১৯-এ। এদিন ৩২ বলে ১৮ রান করে কিং কোহলি ফিরে যেতেই টুইটারে শুরু হয়ে যায় কোহলি-চর্চা। কেউ লিখলেন, এটা আর কিছুই না, বিরাট ও অফ স্ট্যাম্পের লভ স্টোরি। আরেকজন চূড়ান্ত অফ ফর্মে থাকা পুজারাকে টেনে এনে মন্তব্য করলেন, বিরাট আর পুজারা দু’জনেই এখন এক! আরেকজন আবার মনে করিয়ে দিলেন, বল অফ স্ট্যাম্পের বাইরে যাচ্ছে, সঙ্গে কোহলির উইকেটও। নিজের দিনে এমন চর্চা বিরাট ব্যাটেই উড়িয়ে দিতেন। কিন্তু সময় বড় কঠিন ও নির্মম।

দিনের শেষে ১-০ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে ভারতের। দক্ষিণ আফ্রিকা চার উইকেটে ৯৪। জিততে হলে চাই আরও ২১১ রান। যেটা বেশ কঠিন দেখাচ্ছে। বরং কিন্তু এসব আলোচনা আসতই না, যদি না তৃতীয় দিনের মতো আরও একটা ব্যাটিং ভরাডুবি হত ভারতের। রাবাডা ও জেনসেনের ধাক্কায় ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৭৪ রানে। দু’জনেরই চার উইকেট। তার থেকেও বড় কথা হল ভারতের  ইনিংসে সর্বোচ্চ রান ৩৪, ঋষভ পন্থের। বাকিরা শুধু উইকেট ছুঁড়ে দেওয়ার প্রদর্শনী করে গিয়েছেন। কত সহজে উইকেট দিয়ে যাওয়া যায়, তার যেন প্রতিযোগিতা দেখল সুপার স্পোর্ট পার্ক!
এই মাঠে বলা হয় খেলা যত গড়ায়, ততই উইকেটের গতি বাডে। তাই বোধহয় তৃতীয় দিনে শামি আগুনে বোলিং করার পর বুধবারটা ছিল রাবাডা ও জেনসেনের। তবে দুই ফাস্ট বোলার যত না ভাল বল করলেন, তার থেকেও বেশি উইকেট দিয়ে এলেন রাহুল, রাহানে, পুজারারা। রাহুল সেট হয়ে গিয়েও এনগিডিকে নিজের উইকেট দিয়ে এলেন। রাহানের জেনসেনকে পুল মারতে যাওয়ার দরকারই ছিল না। পুজারা একবার জীবন পেয়েও ১৬ রানের বেশি যেতে পারেননি। অধিনায়কের ব্যাপারটা আগেই বলা।

জেতার জন্য ৩০৫ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ৩৪ রানের মধ্যে মার্করাম আর পিটারসেনকে হারিয়ে তারা চাপে পড়ে গিয়েছিল। তবে অধিনায়ক এলগার আর ভ্যান ডার ডুসেন মিলে পরিস্থিতি কিছুটা সামাল দেন। এলগার ৫২ ব্যাটিং। আপরাতত তিনি ভরসা। শেষবেলায় বুমরা দুই উইকেট নিয়ে প্রতিরোধ ভেঙে দেন। বাকি দুটি উইকেট শামি ও সিরাজের।

আরও পড়ুন:Atk Mohunbagan: এফসি গোয়ার বিরুদ্ধে ২-১ গোলে জয় বাগান ব্রিগেডের

spot_img

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...