Sunday, November 9, 2025

বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারকে নথি ও সিসিটিভি ফুটেজ জমা দেওয়ার নির্দেশ আদালতের

Date:

Share post:

প্রেসিডেন্সি জেলের বন্দি নিখোঁজ মামলায় জেলসুপারের রিপোর্টে ক্ষুব্ধ আদালত। বন্দি নিখোঁজের ঘটনায় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে অভিযোগ দায়ের করেছে বন্দির পরিবার। সেই মামলায় আদালতের তোপের মুখে পড়েন জেল সুপার ।অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। ৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। জেল সুপারকে সমস্ত নথি সহ ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, বেআইনি মদ বিক্রি করার অভিযোগে বাগনান থানা এলাকা থেকে রঞ্জিত ভৌমিক নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উলুবেড়িয়া আদালত পঞ্চাশোর্দ্ধ রঞ্জিত ভৌমিককে জেল হেফাজতের নির্দেশ দেয়। শারীরিক অসুস্থতার কারণে অভিযুক্তকে প্রেসিডেন্সি জেলে স্থানান্তরিত করা হয়। ২১ ডিসেম্বর উলুবেড়িয়া আদালত তার জামিন মঞ্জুর করে। পরবর্তী দিন রঞ্জিত ভৌমিককে জেল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে তার পরিবার হাজির হয়। কিন্তু পরিজনদের দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর তাদের জানানো হয় ২১ ডিসেম্বর বন্দিকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- নির্দিষ্ট সময়েই হবে উত্তর প্রদেশ নির্বাচন, ওমিক্রন উদ্বেগ উড়িয়ে ঘোষণা কমিশনের
এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকেরা। প্রশ্ন ওঠে প্রয়োজনীয় নথিপত্র ছাড়া একজন বন্দিকে কীভাবে জেল কর্তৃপক্ষ ছেড়ে দিল ? তারপর আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন রঞ্জিত ভৌমিকের পরিবার। বন্দি নিখোঁজের ঘটনায় এরপর হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার পরিবার। সেই মামলাতেই জেল কর্তৃপক্ষের গাফিলতির কারনে বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ অসন্তোষ প্রকাশ করেছেন।জেল সুপার দেবাশিস চক্রবর্তী জানান,বিষয়টি যেহেতু মহামান্য আদালতের বিচারাধীন তাই এই বিষয়ে কোনও মন্তব্য করব না।

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...