Friday, August 22, 2025

বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

Date:

Share post:

দু’দিন আগে পর্যন্ত যেখানে তিল ধারণের জায়গা ছিল না, শুধু কালো মাথার ভিড়, ঠিক সেখানেই কয়েক ঘন্টার মধ্যে শুনশানের চেহারা। ঠিক ধরেছেন, বাঙালির উইক-এন্ডের সেরা ডেস্টিনেশন দিঘা (Digha) এখন খাঁ খাঁ করছে। রাজ্যে করোনা (Corona) এবং ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়তেই নিমেষে ফাঁকা হয়ে গিয়েছে দিঘার সমুদ্র সৈকত। কড়া বিধি-নিষেধের জেরে আজ, সোমবার সকাল থেকেই শুনশান দিঘা। সমুদ্রের প্রতিটি প্রতিটি এন্ট্রান্স-এ যাওয়ার রাস্তায় ট্রাফিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সবকটি পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে পর্যটকরা দল বেঁধে দিঘা ছাড়তে শুরু করেছেন। অথচ এই দিঘাতেই বড়দিনের লম্বা ছুটিতে গত ১০ বছরের ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছিল।

আরও পড়ুন:Covid-19: করোনার কবলে চিত্তরঞ্জন সেবাসদন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমেত আক্রান্ত মোট ৩৬

অন্যদিকে, ভ্রমণপিপাসু বাঙালির আরেক উইক-এন্ড গন্তব্য
সোনাঝুরির (Sonajhuri) হাট বন্ধ করল পুলিশ-প্রশাসন। করোনা ও ওমিক্রন সংক্রমনের উত্তরোত্তর বৃদ্ধির কারণে শান্তিনিকেতনের সোনাঝুরি লাগোয়া খোয়াইয়ের হাট বন্ধ করলো শান্তিনিকেতন পুলিশ। শীত কমতেই নভেম্বর মাস থেকে সোনাঝুরি হাট নিয়মিত বসতে শুরু করে। অহরহ পর্যটক সমাগম হতে থাকে সেখানে। ফলে করোনা সংক্রমণ ঠেকাতে আজ, সোমবার সকালে পসরা নিয়ে বসা শিল্পী ও ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দিল পুলিশ-প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সোনাঝুরির হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাট কমিটিকে।

সোনাঝুরির পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন পিকনিক স্পট, সৃজনী শিল্প গ্রাম কোপাই ও অজয় নদীর চরেও পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। গত রবিবার পর্যন্ত সোনাঝুরির হাটে কয়েক হাজার পর্যটক ভিড় করেছিলেন। কিন্তু এদিন পুলিশ প্রশাসন হাট খালি করে দেওয়ার পর কার্যত শুনশান খোয়াই।

spot_img

Related articles

DHFC-র হাত ধরে বাংলায় ডুরান্ড আসুক, চাইছেন সঞ্জয়

মোহনবাগান, ইস্টবেঙ্গল নেই। কিন্তু ডুরান্ড ফাইনাল ঘিরে বাংলা জুড়ে হৈচৈ। হবে নাই বা কেন, অভিষেক হওয়া ডায়মন্ডহারবার এফসিকে(DHFC)...

কেরালায় ‘গণধর্ষণে’র শিকার মহেশতলার তরুণী, সাহায্যে টিম পাঠালেন সাংসদ অভিষেক

বামশাসিত কেরালায় (Kerala) গণধর্ষণের শিকার বাংলার পরিযায়ী শ্রমিক! নির্যাতিতা পাশে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

বেনজির! সাংবাদিক বৈঠক ছাড়াই জয়েন্টের মেধা তালিকা প্রকাশ, সফলদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বেনজির। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিক বৈঠক ছাড়াই ফল প্রকাশ করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। শুক্রবার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই...

রাজনীতি করতে বাংলায় ‘পর্যটক’ মোদির আগমনে প্রধানমন্ত্রীকে ৫ প্রশ্ন তৃণমূলের

ছাব্বিশের ভোটের (WB Assembly Election) কথা মাথায় রেখে নির্বাচন পূর্ববর্তী 'নাটক' করতে বাংলায় ডেইলি প্যাসেঞ্জারি শুরু করেছে বিজেপির...