Sunday, January 11, 2026

বিধি-নিষেধের কড়াকড়িতে বাঙালির উইক-এন্ডের দুই সেরা ডেস্টিনেশন দিঘা-সোনাঝুরি শুনশান

Date:

Share post:

দু’দিন আগে পর্যন্ত যেখানে তিল ধারণের জায়গা ছিল না, শুধু কালো মাথার ভিড়, ঠিক সেখানেই কয়েক ঘন্টার মধ্যে শুনশানের চেহারা। ঠিক ধরেছেন, বাঙালির উইক-এন্ডের সেরা ডেস্টিনেশন দিঘা (Digha) এখন খাঁ খাঁ করছে। রাজ্যে করোনা (Corona) এবং ওমিক্রনের (Omicron) প্রকোপ বাড়তেই নিমেষে ফাঁকা হয়ে গিয়েছে দিঘার সমুদ্র সৈকত। কড়া বিধি-নিষেধের জেরে আজ, সোমবার সকাল থেকেই শুনশান দিঘা। সমুদ্রের প্রতিটি প্রতিটি এন্ট্রান্স-এ যাওয়ার রাস্তায় ট্রাফিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। নজরদারি চালানোর জন্য মোতায়েন করা হয়েছে পুলিশ। সবকটি পার্কের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন সকাল থেকে পর্যটকরা দল বেঁধে দিঘা ছাড়তে শুরু করেছেন। অথচ এই দিঘাতেই বড়দিনের লম্বা ছুটিতে গত ১০ বছরের ভিড়ের সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছিল।

আরও পড়ুন:Covid-19: করোনার কবলে চিত্তরঞ্জন সেবাসদন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সমেত আক্রান্ত মোট ৩৬

অন্যদিকে, ভ্রমণপিপাসু বাঙালির আরেক উইক-এন্ড গন্তব্য
সোনাঝুরির (Sonajhuri) হাট বন্ধ করল পুলিশ-প্রশাসন। করোনা ও ওমিক্রন সংক্রমনের উত্তরোত্তর বৃদ্ধির কারণে শান্তিনিকেতনের সোনাঝুরি লাগোয়া খোয়াইয়ের হাট বন্ধ করলো শান্তিনিকেতন পুলিশ। শীত কমতেই নভেম্বর মাস থেকে সোনাঝুরি হাট নিয়মিত বসতে শুরু করে। অহরহ পর্যটক সমাগম হতে থাকে সেখানে। ফলে করোনা সংক্রমণ ঠেকাতে আজ, সোমবার সকালে পসরা নিয়ে বসা শিল্পী ও ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দিল পুলিশ-প্রশাসন। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সোনাঝুরির হাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাট কমিটিকে।

সোনাঝুরির পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন পিকনিক স্পট, সৃজনী শিল্প গ্রাম কোপাই ও অজয় নদীর চরেও পর্যটক সমাগমে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। গত রবিবার পর্যন্ত সোনাঝুরির হাটে কয়েক হাজার পর্যটক ভিড় করেছিলেন। কিন্তু এদিন পুলিশ প্রশাসন হাট খালি করে দেওয়ার পর কার্যত শুনশান খোয়াই।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...