“শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে।” ত্রিপুরার হাল অনেকটা সুকুমার রায়ের এই কবিতার মত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ঠেকাতে যে ত্রিপুরাতে(Tripura) হাতিয়ার করা হয়েছিল করোনাকে, মোদির আগমনে সেসব এখন অতীত। শুধু তাই নয়, কলেজের ক্লাস বন্ধ করে পড়ুয়াদের নরেন্দ্র মোদির(Narendra Modi) অনুষ্ঠানে যোগ দেওয়ার কড়া নির্দেশিকা জারি করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে। এহেন আজব নির্দেশিকায় রীতিমতো তাজ্জব ত্রিপুরাবাসী।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে রাজ্যে উপহারের ঝুলি কাঁধে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে কয়েক দফা যাতায়াতের পর ত্রিপুরায় তৃণমূলের দাপট নজরে পড়তেই সেই ঝুলি কাঁধে এবার ত্রিপুরা সফরে আসছেন মোদি। ডবল ইঞ্জিনের রাজ্য ত্রিপুরায় মোদির সফরে জনসমাগমে যাতে কোনো খামতি না থাকে সেদিকে বাড়তি নজর হয়েছে বিপ্লব দেবের। এই অবস্থাতেই ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে এক নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে লেখা হয়েছে “সরকারি আমন্ত্রণের জন্য আগামী ৪ জানুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির সমস্ত পড়ুয়া, ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মীদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় উক্ত দিনে ডিপ্লোমা, ডিগ্রি এবং এম.টেক-এর সমস্ত ক্লাস বন্ধ থাকবে বলেও জানিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, করণা কে উপেক্ষা করে নরেন্দ্র মোদির অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ কীভাবে দিতে পারে একটি শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন:Corporation Election: পিছোচ্ছে না ভোট, নতুন গাইডলাইনে প্রচার পর্বে রাশ টানলো কমিশন

গেরুয়া শিবিরের ইন্ধনপ্রাপ্ত এহেন নির্দেশিকা প্রকাশ্যে আসার পর তার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক টুইটে সেই বিজ্ঞপ্তি তুলে ধরে লেখা হয়েছে, “আরো একবার নরেন্দ্র মোদির ভন্ডামি প্রকাশ্যে চলে এলো। পড়ুয়াদের শিক্ষা এবং নিরাপত্তার কি কোনরকম গুরুত্ব নেই মোদির কাছে? পড়ুয়াদের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে যাতে তারা মোদির অনুষ্ঠানে যোগ দিতে পারে। তিনি কি এভাবেই ভিড় বাড়ানোর পরিকল্পনা করছেন? করোনার সময় এতগুলো জীবনের ঝুঁকি নিয়ে? লজ্জা।”

HYPOCRISY of Mr @narendramodi EXPOSED!
Will education and safety of students NEVER be a priority for Mr Modi? Classes to remain suspended so that students can attend Modi ji's program!
Is this how he plans to pull crowds? By risking so many lives during #COVID19? SHAME. pic.twitter.com/SSTCkWoIUD
— All India Trinamool Congress (@AITCofficial) January 3, 2022