Tuesday, August 26, 2025

Narendra Modi:মোদির কনভয় আটকে বিক্ষোভ, ৩দিনের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ

Date:

Share post:

পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কনভয় আটকে থাকার ঘটনায় উচ্চপর্যায়ের কমিটি গঠন করল পাঞ্জাব সরকার। ৩ সদস্যের এই উচ্চপর্যায়ের কমিটিতে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মেহতাব সিংহ গিল, রাজ্য স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব এবং বিচারপতি অনুরাগ বর্মা।৩ দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এই নিয়ে একটি মামলা দায়ের করা হয়েছে। সেখানে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্ট চেয়ে পাঞ্জাবের মুখ্যসচিবকে অপসারণের দাবিও জানানো হয়েছে। শুক্রবারই মামলার শুনানি হবে বলে জানা গেছে।

আরও পড়ুন:গোয়ায় ফের কংগ্রেসে ভাঙন, তৃণমূলের হাত ধরলেন প্রদেশ মুখপাত্র

প্রসঙ্গত, বুধবার পাঞ্জাবের ভাতিন্দা থেকে হুসেইনিওয়ালা যাওয়ার পথে পিয়ারেনা গ্রামের কাছে যাওয়ার পথে একাধিক কৃষক সংগঠনের বিক্ষোভের মুখে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গ্রামের কাছে সড়কের উপর একটি ফ্লাইওভারে বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করেন বিক্ষোভকারীরা। ওই যাত্রাপথে একটি উড়ালপুলে ১৫-২০ মিনিট আটকে ছিল প্রধানমন্ত্রীর কনভয়। তার পর সেখান থেকে কনভয় ঘুরিয়ে বিমানবন্দরে ফিরে আসতে হয় মোদিকে। এই ঘটনাকেই নিরাপত্তার বড়সড় গাফিলতি বলে দাবি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পাঞ্জাব সরকারের কাছ থেকে এই ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই ঘটনার পিছনে কারা রয়েছে, তাঁদের চিহ্নিত করতেও বলা হয়।

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় কোনও গলদ ছিল না, গতকালই সাংবাদিক বৈঠক পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি একথা জানিয়ে ছিলেন। তবে আজ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক অন্যরকম দাবি করেছে। মন্ত্রকের আধিকারিকের দাবি, নিরাপত্তার গাফিলতি হয়েছিল। ইন্টেলিজেন্স রিপোর্টে বিক্ষোভের কথা বলা হলেও পাঞ্জাব পুলিশ প্রধানমন্ত্রীর যাত্রাপথ নিরাপদে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি।

spot_img

Related articles

জয়ের ধারা অব্যাহত জর্জের বিরুদ্ধেও, লিগ টেবলে শীর্ষস্থান শক্তিশালী করল ইস্টবেঙ্গল

মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল(Eastbengal) ৪-০ গোলে হারাল জর্জ টেলিগ্রাফকে(George Telegraph)। টানা তিনটি ম্যাচে জয় পাওয়ায় গ্রুপ এ-তে ইস্টবেঙ্গলই...

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...