Wednesday, November 12, 2025

CNCI-এর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পদবী ভুললেন সঞ্চালিকা, অসন্তুষ্ট মমতা

Date:

Share post:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendramodi) ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) শুক্রবার ভার্চুয়ালি উপস্থিত হয়েছিলেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের(CNCI) দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে। হাইভোল্টেজ এই অনুষ্ঠানের শুরুতেই ঘটল বিভ্রাট। মুখ্যমন্ত্রীর নাম বলতে গিয়ে তার পদবী ভুল বলে বসলেন সঞ্চালিকা। এই ঘটনায় রীতিমতো অসন্তুষ্ট হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

এদিন অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানান অনুষ্ঠানের সঞ্চালিকা। তবে মুখ্যমন্ত্রীর নাম নিতে গিয়ে তার পদবী ভুলে যান তিনি। এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় অসন্তুষ্ট হলেও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তিনি বলেন, “ধন্যবাদ সঞ্চালিকাকে। আমার পদবীটা ভুলে গিয়েছেন। হয়তো নার্ভাসনেসের জন্য।” তিনি আরও বলেন, “কলকাতার অনুষ্ঠান। প্রধানমন্ত্রীর জন্য এসেছি। স্বাস্থ্যমন্ত্রী দু’বার ফোন করেছেন।” তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। হাইভোল্টেজ অনুষ্ঠান, যেখানে দেশের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত রয়েছেন এমন অনুষ্ঠানে কীভাবে সঞ্চালিকা মুখ্যমন্ত্রীর পদবী ভুলে যেতে পারেন। তবে অসন্তুষ্ট হলেও বিষয়টিকে খুব একটা আমল দিতে দেখা যায়নি মুখ্যমন্ত্রীকে।

আরও পড়ুন:বিদেশ ফেরত যাত্রীদের জন্য ৭ দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার

এরপর নিজের বক্তব্যে কেন্দ্রকে তোপ দেগে টিকা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্য তার প্রাপ্য টিকা এখনো পায়নি। ৪০% দ্বিতীয় ডোজ পাওয়ার কথা ছিল কেন্দ্রর থেকে, কিন্তু তা এখনো মেলেনি। পাশাপাশি প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দেন, “সকল রাজ্যবাসী টিকাকরণের লক্ষ্যে আমাদের আরও টিকা চাই।” এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, “এই ক্যাম্পাসের উদ্বোধন রাজ্য সরকার আগেই করে ফেলেছে। করোনাকালে এই ক্যাম্পাস রাজ্য সরকারকে অনেক সাহায্য করেছিল। তখন করোনা রোগীদের সুবিধার্থে ক্যাম্পাসটি ব্যবহার করেছিল সরকার।” পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ক্যাম্পাস তৈরীর জন্য রাজ্য সরকার ২৫% অর্থ এবং জমি দিয়েছে।” একইসঙ্গে, মেডিকেল কলেজগুলোতে আসনসংখ্যা যাতে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান মমতা।

spot_img

Related articles

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...