উত্তর প্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttakhand), পঞ্জাব (Punjab), গোয়া(Goa) এবং মনিপুরে (Manipur)- ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় সেই নির্বাচন নির্দিষ্ট দিনে হবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে, এর মধ্যেই শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে তিনটের সময় এই নির্ঘণ্ট ঘোষণা হবে।

ইতিমধ্যেই ওই ৫ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পরিদর্শন সেরেছে। রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে দু’দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সঙ্গেও বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে দেশের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে যাবতীয় তথ্য দেন স্বাস্থ্যসচিব। এবার কবে বা কত দফায় এই নির্বাচন হয় সেটাই দেখার।
আরও পড়ুন:ঘুরপথে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে কেন্দ্র, টিকিট পিছু দিতে হবে ১০ থেকে ৫০ টাকা বেশি
