Saturday, January 10, 2026

বিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে

Date:

Share post:

মধ্যযুগীয় আচরণ বললেও কম বলা হয়। গণতান্ত্রিক দেশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির(Narendra Modi) বিরোধিতা করায় প্রকাশ্য রাস্তায় এক যুবককে থুতু চাটতে বাধ্য করল বিজেপির ‘নীতি পুলিশের’ দল। শুধু তাই নয়, কান ধরে উঠবসের পাশাপাশি চুলের মুঠি ধরে চলল দেদার মার ও গালিগালাজ। আর এই সবটাই চলল বিজেপি সাংসদ ও বিধায়কের সামনে। চমকে ওঠার মতো এমনই ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের(Jharkhand) ধানবাদে। আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায়(social media) ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পঞ্জাব সফরের সময় ঘটা নিরাপত্তা-সঙ্কট ঘিরে ধানবাদের গান্ধী চকে বিক্ষোভ দেখাতে জড়ো হয়েছিলেন বিজেপি সমর্থকেরা। সেখানে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ড বিজেপির একাধিক শীর্ষ স্থানীয় নেতা-মন্ত্রীও। সেখানেই ওই যুবকের ওপর চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিজেপির অভিযোগ, ওই বিক্ষোভ সমাবেশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ঝাড়খণ্ডের বিজেপি প্রধান দীপক প্রকাশের বিরুদ্ধে অসাংবিধানিক বাক্য প্রয়োগ করেন ওই মুসলিম যুবক। যার শাস্তি হিসেবে প্রকাশ্য রাস্তায় তাকে মারধর, কান ধরে উঠবস এবং থুতু ছাড়তে বাধ্য করা হয়।

আরও পড়ুন:দিল্লির পার্লামেন্টে করোনার থাবা, আক্রান্ত চারশোর অধিক স্টাফ

শুক্রবার ঝাড়খণ্ডের ধানবাদের এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়াতেই সাড়া পড়ে গিয়েছে। অভিযোগের আঙুল কয়েকজন বিজেপি সমর্থকের দিকে। তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ এও জানাচ্ছেন, বিজেপি সাংসদ পি এন সিং এবং দলের বিধায়ক রাজ সিনহা-সহ একাধিক হেভিওয়েট নেতাদের উপস্থিতিতেই নাকি ঘটনাটি ঘটেছে। এমনকি ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন একজন ট্রাফিক পুলিশও। সাংসদ, বিধায়কদের মতো সরকারি প্রতিনিধিদের নাকের ডগায় এ ধরনের মধ্যযুগীয় আচরণ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে।

spot_img

Related articles

ক্ষুদিরাম বিতর্ক ভুলে টানটান ট্রেলারে চমকে দিল ‘হোক কলরব’! উন্মাদনা সিনেপ্রেমীদের

একদিকে সরস্বতী পুজো অন্যদিকে নেতাজির জন্মদিন, ২৩ জানুয়ারির মতো গুরুত্বপূর্ণ দিনে বক্স অফিসে  ‘হোক কলরব’ (Hok Kolorob) বার্তা...

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...