দিল্লির পার্লামেন্টে করোনার থাবা, আক্রান্ত চারশোর অধিক স্টাফ

সংসদ ভবন কোভিদের থাবা জোরালো ভাবে পড়েছে পার্লামেন্টে

নতুন বছরের শুরু থেকে গোটা দেশজুড়ে চলছে করোনার (Corona) দাপাদাপি। দাবানলের মতো মানব শরীরে ছড়িয়ে পড়ছে ভাইরাস। পজিটিভ রেট বাড়িয়েছে উদ্বেগ। ব্যতিক্রম নয়া দিল্লির (New Delhi) সংসদ ভবন (Parliament House) কোভিদের (Covid 19) থাবা জোরালো ভাবে পড়েছে পার্লামেন্টে। কেন্দ্রীয় বাজেট অধিবেশনের আগে সংসদে চারশোর বেশি কর্মী করোনা আক্রান্ত। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১,৪০৯ জন কর্মীর নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ৪০২ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে ২০০ জন লোকসভায় কাজ করেন, ৬৯ জন রাজ্য সভা এবং বাকি ১৩৩ জন সংসদের সাধারণ স্টাফ।

এদিকে, দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। বেড়েই চলেছে সংক্রমণ। দেশের কোভিড পরিস্থিতি নিয়ে আজ, রবিবার বিকেলে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন- BMC Election: দুঃসময়ে অসহায় মানুষকে অন্ন দিয়েছেন, ওয়ার্ডে অন্নপূর্ণা বলেই খ্যাত তৃণমূল প্রার্থী

 

 

Previous articleBMC Election: দুঃসময়ে অসহায় মানুষকে অন্ন দিয়েছেন, ওয়ার্ডে অন্নপূর্ণা বলেই খ্যাত তৃণমূল প্রার্থী
Next articleবিজেপির কীর্তি: মোদির বিরোধিতা করায় ঝাড়খণ্ডে থুতু চাটতে বাধ্য করা হলো যুবককে