Saturday, August 23, 2025

শিলিগুড়ির উন্নয়নে তৃণমূলের তুরুপের তাস ‘দিদির প্রতিনিধি’

Date:

Share post:

পুর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মূল হাতিয়ারই উন্নয়ন। তাই শিলিগুড়ি (Siliguri) সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদের চায় ট্যাগলাইনকে প্রকাশ্যে আনতে চাইছে। দিদির প্রতিনিধিদের চায় এই ট্যাগ লাইনকে সামনে রেখেই রিপোর্ট কার্ডে পেশ করছে তৃণমূল কংগ্রেস।

বাম আমলে অবহেলিত শিলিগুড়িতে গত সাত মাসে প্রাণ ফিরিয়েছে গৌতম দেবরা। বাম আমলে অশোক ভট্টাচার্যদের কাজ করার সুযোগ থাকলেও তেমন উন্নয়নমুখী হননি তারা। তবে সাত মাস প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান পদে থেকে বিল্ডিং প্ল্যান পাশ থেকে শুরু করে ট্রেড লাইসেন্স রিনুয়াল সহ নতুন লাইসেন্স এর সমস্যা সমাধান হয়েছে। এমনকি সাধারণ মানুষের সমস্যা সমাধানে টক চেয়ারম্যান আরও উদ্যোগী হয়েছিলেন গৌতম দেব।

বুধবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় আনুষ্ঠানিকভাবে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও গৌতম দেব যৌথভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি আবেদনপত্র পেশ করেন। আবেদনপত্র মূলত গুরুত্ব পেয়েছে সার্বিক উন্নয়নের লক্ষে শিলিগুড়ি এবার দিদির প্রতিনিধিদের চায় নামক ট্যাগলাইন। এদিন এই প্রসঙ্গে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ বলেন, শিলিগুড়ি উন্নয়নে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের আশীর্বাদ করবে সাধারণ মানুষ। কারণ শিলিগুড়ির (Siliguri) উন্নয়ন একমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষেই সম্ভব। অন্যদিকে এই প্রসঙ্গে গৌতম দেব বলেন, শিলিগুড়ি সার্বিক উন্নয়নের লক্ষে দিদির প্রতিনিধিদেরও চাই এই ট্যাগ লাইনকে সামনে রাখা হচ্ছে। কারণ হিসেবে তিনি বলেন দীর্ঘদিন যাবৎ শিলিগুড়ি পুরো বোর্ডে বামেরা ক্ষমতায় ছিল। কিন্তু শহরের কোন উন্নয়ন তারা করেনি। অথচ গত ৭ মাস সময় কালে পুরো বোর্ডের যা কাজ হয়েছে তা নাগরিকদের কাছে তুলে ধরেন তিনি। এছাড়াও আগামী পরিকল্পনার বিষয়ে নানা বিষয় উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন- ডায়মন্ড হারবার মডেলেই হবে কোভিডমুক্তি, বললেন কুণাল সরকার

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...