ডায়মন্ড হারবার মডেলেই হবে কোভিডমুক্তি, বললেন কুণাল সরকার

করোনা প্রতিরোধে অভিষেক মডেল ক্রমশ রাজ্যজুড়ে চিকিৎসাক্ষেত্রের প্রথিতযশাদের প্রশংসা কুড়োচ্ছে। ডায়মন্ড হারবারে একদিনে কোভিড টেস্টে রেকর্ড করার পর ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পাশে দাঁড়ালেন বিশিষ্ঠ চিকিৎসক কুণাল সরকার (Dr. Kunal Sarkar)। টুইট করে কুণাল অভিষেকের সাফল্যকে স্বাগত জানিয়েছেন। বলেছেন, রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা কমিয়ে আনতে হলে একমাত্র উপায় হল যত বেশি সম্ভব টেস্ট চালু করা। আর এক্ষেত্রে ডায়মন্ড হারবার আমাদের পথপ্রদর্শক হতে পারে। এরপরেই ডা. সরকার রাজ্যবাসীকে কার্যত সাবধান করে দিয়ে বলেছেন ইতিমধ্যেই রাজ্যের করোনা সংক্রমণের হার ৩০ শতাংশের বেশী। গঙ্গাসাগরের পর আরও যা বাড়তে পারে।

এর আগে আলিপুরে প্রশাসনিক বৈঠক করার পর অভিষেক দুমাস সমস্তকিছু বন্ধ রাখার অভিমত জানিয়েছিলেন। কুণাল সরকার প্রকাশ্যেই অভিষেকের মতামতকে সমর্থন করেছিলেন। পাল্টা সৌজন্য-ধন্যবাদ জানান অভিষেকও। এবার ফের অভিষেকের ডায়মন্ড হারবার মডেলের প্রশংসা এবং গঙ্গাসাগর নিয়ে চোট্ট খোঁচা নিশ্চিতভাবে নতুন বিতর্ক তৈরি করে দেবে।

আরও পড়ুন- ফোনে ভেসে আসছে নারীকণ্ঠ, চন্দননগরে কল সেন্টার খুলে অভিনব প্রচার তৃণমূল প্রার্থীর

Previous articleIndia Match: দ্বিতীয় ইনিংসের শুরুতেই চাপে ভারত, দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৫৭ রান টিম ইন্ডিয়ার
Next articleশিলিগুড়ির উন্নয়নে তৃণমূলের তুরুপের তাস ‘দিদির প্রতিনিধি’