Rafael Nadal: অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে নাদাল

বুধবার তিনি হারালেন জার্মানির যোগ্যতা অর্জনকারী ইয়ানিক হ্যানাফম্যান'কে।

অস্ট্রেলিয়ান ওপেনে ( Australian Open) প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডেও সহজ জয় রাফায়েল নাদালের (Rafael Nadal)। বুধবার তিনি হারালেন জার্মানির যোগ্যতা অর্জনকারী ইয়ানিক হ্যানাফম্যান’কে। ম‍্যাচের ফলাফল ৬-২, ৬-৩, ৬-৪।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান নাদাল। ২ ঘণ্টা ৪২ মিনিটে লড়াইয়ে শেষ হাসি জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন রাফা। এদিন ম‍্যাচ শেষে নাদাল বলেন,” প্রতিযোগিতা শুরুর আগে বলেছিলাম, সব কিছু নিখুঁত হবে না। কিন্তু যত ম্যাচ এগোচ্ছে, তত কোর্টে আরও ভাল ভাবে খেলতে পারছি । ঠিক পথেই এগোচ্ছি। যে পরিস্থিতি পেরিয়ে এসেছি, তারপরে আবার অস্ট্রেলিয়ান ওপেনে যে তৃতীয় রাউন্ডে খেলতে পারব, এটা একটা বড় ব্যাপার। আগামী পর্বেও জয়ের ধারা বজায় রাখতে মরিয়া।”

আরও পড়ুন:Atk Mohunbagan: কেরলকে হারিয়ে আবারও জয়ে ফিরতে মরিয়া বাগান ব্রিগেড