Sunday, August 24, 2025

উত্তরাখণ্ডে বড় চমক বিজেপির, গেরুয়া শিবিরে যোগ দিলেন বিপিন রাওয়াতের ভাই

Date:

Share post:

আগামী মাসেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(assembly election)। তার ঠিক আগে ভোটমুখী উত্তরাখণ্ডে(Uttarakhand) বড় চমক দিল বিজেপি(BJP)। কপ্টার দুর্ঘটনায় প্রয়াত সিডিএস বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াতকে দলে টানলো গেরুয়া শিবির।

এদিন দিল্লিতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও অন্য বিজেপি নেতাদের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিলেন জেনারেল বিপিন রাওয়াতের ভাই কর্নেল বিজয় রাওয়াত। জানা গিয়েছে, আজ সকালেই রাজধানীতে বিজেপির সদর দপ্তরে ধামির সঙ্গে প্রথম দফায় দেখা করেন কর্নেল রাওয়াত। উত্তরাখণ্ডের আসন্ন বিধানসভা নির্বাচনই ছিল বৈঠকের বিষয়বস্তু। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ-সহ শীর্ষ নেতৃত্ব। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

আরও পড়ুন:Pv Sindhu: সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের দ্বিতীয় রাউন্ডে সিন্ধু

এদিন গেরুয়া শিবির যোগ দিয়ে বিজয় রাওয়াত বলেন, “আমাদের পরিবার বিজেপি সমর্থক। আমার বাবা, দাদা, আমার ছেলেও সেনাকর্মী। বিজেপির সঙ্গে আমাদের মানসিকতা মেলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে কাজ করছেন, আমরা তার সমর্থক।” উল্লেখ্য উত্তরাখণ্ড নির্বাচনে সাধারণত বছর বছর সরকার বদলের ট্রেন্ড দেখা যায়। সাম্প্রতিক সময়ে বিজেপির অন্দরের কোন্দল বাড়ছিল এই রাজ্যে। এখানে পরিস্থিতির মাঝে প্রয়াত সেনাপ্রধান বিপিন রাওয়াতের ভাইকে দলে নেওয়া উত্তরখণ্ড রাজনীতিতে অন্যতম বড় চমক বলে মনে করছে রাজনৈতিক মহল।

spot_img

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...