Wednesday, August 27, 2025

অস্বস্তিতে পদ্ম শিবির, তৃণমূল মুখপত্রে তোপ দাগলেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী

Date:

Share post:

‘রাজ্য বিজেপির মুষলপর্ব। গৃহদাহ নাকি গৃহযুদ্ধ।’ এই শীর্ষকে তৃণমূল মুখপত্র জাগোবাংলার সম্পাদকীয়তে বিজেপিকে কার্যত বিঁধেছেন প্রবীর ঘোষাল। গত বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ছিলেন প্রবীরবাবু। ‘জাগো বাংলা’র সম্পাদকীয় প্রতিবেদনে তিনি কোনও বাধবিচার না রেখে “ভারতের সার্কাস পার্টি”,”পিকনিক পার্টি”,”মুষলপর্বে চড়ুইভাতি”,”গৃহদাহ”,”গৃহযুদ্ধ” প্রভৃতি শব্দ ব্যবহার করে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপিকে। তাঁর লেখা প্রতিবেদনটিতে উল্লেখ করেছেন,”ভারতীয় সার্কাস পার্টিতে এখন পিকনিক পার্টি চলছে। মুষলপর্বে চড়ুইভাতি। দেখেশুনে যা মনে হচ্ছে,রাজ্যে পদ্মটির শেষতম পাপড়ি ঝড়ে ঝড়ে যাওয়াটা কেবল সময়ের অপেক্ষামাত্র।শতদল শিবিরের এখন বেহাল দশা।”

একের পর এক বিধায়কদের দলত্যাগ এবং গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি ‘জাগো বাংলায়’ প্রবীর ঘোষালের লেখার পর রীতিমতো অস্বস্তিতে পড়েছে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তিনি আরও লিখেছেন,”গৃহদাহের পর্ব শুরু হয়েছিল,বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী নির্বাচনের সময়েই। বাংলার রাজনীতিতে যা নজিরবিহীন। গণতান্ত্রিক দলে মতবিরোধ,অন্তর্ঘাত একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু যারা নাকি সংঘ পরিবারের আদর্শে দীক্ষিত,তাদের দলে এরকম বিশৃঙ্খলা?”নিজের প্রতিবেদনে এই প্রশ্নই তুলেছেন প্রবীরবাবু। তবে এই প্রথম নয় উত্তরপাড়ার বিজেপি প্রার্থী এর আগেও একাধিকবার কলম ধরেছেন তৃণমূল মুখপত্রে। বিজেপি যা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়েছে।

তৃণমূল শিবিরের বক্তব্য,বিজেপি তাদের অন্ত:কলহ সামলাক,তারপর তারা শাসকদল নিয়ে সমালোচনা করবেন। এর আগেও শাসকদল কখনো তথাগত রায়ের বক্তব্য,কখনো বিজেপি নেতাদের হোয়াটঅ্যাপ গ্রুপ ত্যাগকে হাতিয়ার করে ক্রমাগত নিশানা করে গেছে পদ্মফুল শিবিরকে। ‘জাগো বাংলা’য় প্রকাশিত এদিনের প্রতিবেদনে প্রবীর ঘোষাল লিখেছেন-“বঙ্গ বিজেপির বর্তমান অবস্থাটা ঠিক কী বলা যাবে? নাকি তথাগত রায়ের ভবিষ্যৎবাণী মেনে নিতে হবে,পদ্মফুল এরাজ্যে মৃত্যুপথযাত্রী? এসব প্রশ্নে তর্ক হতে পারে। কিন্তু বিজেপির বাংলায় যে মুষলপর্ব শুরু হয়ে গিয়েছে,সেই নিয়ে রাজনৈতিক মহল এক রকম নিশ্চিত।” প্রসঙ্গত, প্রবীরবাবু কলকাতা পুরভোটের আগেও একবার রাজ্য বিজেপির অবস্থাকে ‘সার্কাস পার্টি’ বলে উল্লেখ করে তৃণমূল মুখপত্রে কলম ধরেছিলেন।

spot_img

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...