Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

১) টেস্টের পর এক দিনের সিরিজেও লজ্জার হার ভারতের। এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরল প্রোটিয়ারা। শুক্রবার দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হারল কে এল রাহুলের দল।

২) শুক্রবার আইপিএলের নতুন দুই দল লক্ষনৌ এবং আমেদাবাদ ঘোষণা করল তাদের অধিনায়কের নাম। লক্ষনৌ দলের অধিনায়ক হলেন লোকেশ রাহুল। অন্য দিকে আমদাবাদ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া।

৩) পিছিয়ে পড়েও সুপানিদা কাতেথংকে হারিয়ে সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের শেষ চারে পৌঁছে গেলেন পিভি সিন্ধু। ম‍্যাচের ফলাফল ১১-২১, ২১-১২, ২১-১৭। সিন্ধুর জিততে সময় লাগে এক ঘণ্টা পাঁচ মিনিট।

৪) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় এক দিনের ম্যাচে শূন্য রানে ফেরার রেকর্ড গড়লেন বিরাট কোহলি। এক দিনের ক্রিকেটে ১৪ বার শূন্য রানে আউট হলেন কোহলি। এই তালিকায় টপকে গেলেন কপিল দেব এবং রাহুল দ্রাবিড়কে।

৫) গত বছরের পুনরাবৃত্তি। ২০২২ টি-২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। ২৩ অক্টোবর মেলবোর্নে এই ম্যাচ হবে। শুক্রবার ২০২২ সালের টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি।

৬) প্রয়াত প্রাক্তন ফুটবলার নির্মলচন্দ্র ঘোষ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। উলুবেড়িয়ার এক হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মৃত‍্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর।

 

৭) দীর্ঘ দিন ধরেই সুগার এবং কিডনির অসুখে ভুগছেন বিশিষ্ট প্রাক্তন ফুটবলার এবং কোচ সুভাষ ভৌমিক। প্রায় সাড়ে তিন মাস তাঁকে নিয়মিত ডায়ালিসিস নিতে হচ্ছে। এবার অসুস্থ সুভাষ ভৌমিকের পাশে দাঁড়ালেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এগিয়ে এল তিন প্রধান এবং আইএফএও।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Previous articleBreakfast news: ব্রেকফাস্ট নিউজ
Next articlePriyanka Chopra: মধ্যরাতে খুশির খবর শোনালেন প্রিয়াঙ্কা- নিক