১) ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিনটি টি-২০ ম্যাচের সিরিজ পেল ইডেন গার্ডেন্স। শনিবার টুইট করে জানাল বিসিসিআই । ম্যাচগুলি হতে চলেছে ১৬, ১৮ এবং ২০ ফেব্রুয়ারি। ওপর দিকে একদিনের তিনটি ম্যাচের সিরিজ হতে চলেছে আমেদাবাদে।

২) সৈয়দ মোদি আন্তর্জাতিক ব্যাডমিন্টনের ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু । শনিবার সেমিফাইনালে তিনি হারালেন রাশিয়ার এভজেনিকা কোসেৎকায়াকে। প্রথম গেমে হারার পর, চোটের কারণে ম্যাচ ছাড়তে বাধ্য হন কোসেৎকায়া।

৩) ‘মার্চের শেষ সপ্তাহে আইপিএল শুরু করতে চাই আমরা। মে মাসের শেষ পর্যন্ত তা চলবে। বেশির ভাগ দলের মালিকরাই ভারতে প্রতিযোগিতা আয়োজন করার পক্ষপাতী।’ জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

৪) ২০২২ সালে আইপিএল হতে পারে ভারতের মাটিতেই। তবে এবারও দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে ভারতের এই ক্রিকেট লিগ। শনিবার এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে এমনটাই জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক সূত্র।


৫) প্রয়াত হলেন কিংবদন্তি ফুটবলার তথা কোচ সুভাষ ভৌমিক। শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ময়দানের প্রিয় ভোম্বলদা।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
