Thursday, January 29, 2026

সাক্ষাতের সময় চেয়ে শাহ-নাড্ডার দরবারে জয়প্রকাশ-রীতেশ

Date:

Share post:

ফের অস্বস্তির মুখে গেরুয়া শিবির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর থেকে বেশ অস্বস্তিতে রয়েছে বিজেপি। শুধু তাই নয় এই দুই বিজেপি নেতাকে শোকজ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার এই দুই নেতাকে  শোকজ চিঠি পাঠায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় সেই চিঠিতে উল্লেখ করা হয়নি।জানা গিয়েছে,  শোকজের চিঠি পাওয়ার পর জে পি নাড্ডা ও অমিত শাহকে দুই বিজেপি নেতাই চিঠি পাঠিয়েছেন।বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।

সূত্রের খবর, ২ ফেব্রুয়ারি তাঁরা দিল্লি (Delhi)যাবেন। এই দুই ‘বিক্ষুব্ধ’ নেতা ছাড়াও  কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের মণ্ডল সভাপতিদের একাংশও দেখা করতে পারেন। অন্যদিকে শোকজ নোটিশ হাতে পাওয়ার পর জয়প্রকাশ মজুমদার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে  যান। সেখানে ‘বিক্ষুব্ধ’ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।এই পরিস্থিতিতে জয়প্রকাশ-সহ সমস্ত বিক্ষুব্ধ নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শান্তনু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতেশ তিওয়ারি ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, দলীয় নেতৃত্বই শোকজের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে শৃঙ্খলা ভেঙেছে। তাঁদের কোনও সার্টিফিকেট আমার দরকার নেই। আমি ৩২ বছর ধরে দল করছি। নানা উত্থানপতন হৃদয় দিয়ে অনুভব করেছি। দলের কাজ অন্যদের কাছে শিখব না।

রাজ্য কমিটির শোকজ নোটিশের জবাব না দিয়ে বিক্ষুব্ধ নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। পাশাপাশি শাহ-নাড্ডা বিক্ষুদ্ধ নেতাদের আবেদনে আদৌ সাড়া দেবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির একাংশ।

spot_img

Related articles

সাদা পোশাকে বিয়ের সাজে ট্রোলড বঙ্গললনা, হিন্দু রীতির প্রসঙ্গ তুললেন মমতাশংকর 

দুজন মানুষের একে অন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মুহূর্ত বিয়ের মরশুমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কারোর সাজ নিয়ে কথা,...

মার্ক্সবাদী থেকে হুমায়ুনবাদী! সেলিম-হুমায়ুনের ‘মন-বোঝা’-র বৈঠককে তীব্র খোঁচা কুণালের

মুখে সেকুলার বলা সিপিএম কি এবার ভোটবাক্সে খাতা খুলতে ধর্ম নিয়ে রাজনীতি করা দলের সঙ্গে হাত মেলাবে? নাকি...

সাহস মানে কী? বিদায়ী ভাষণে ব্যাখ্যা দিলেন ডিজি রাজীব

“সাহস মানে কখনই গুলি চালানো নয়, মানুষ মারা নয়, সৎ সাহস রুখে দাঁড়ানো, নিজের সিদ্ধান্তে অনড় থাকা”। বুধবার,...

হুগলির পোলবায় এসআইআর আতঙ্কে ৭০ বছরের বৃদ্ধের মৃত্যু 

রাজ্যে এসআইআরের (SIR) বলি আরও ১। হিয়ারিং আতঙ্কে পোলবার রাজহাটে (Rajhat, Polba) শেখ ইসমাইল নামে ৭০ বছরের এক...