Friday, November 28, 2025

সাক্ষাতের সময় চেয়ে শাহ-নাড্ডার দরবারে জয়প্রকাশ-রীতেশ

Date:

Share post:

ফের অস্বস্তির মুখে গেরুয়া শিবির। বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তিওয়ারির বিরুদ্ধে দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ওঠার পর থেকে বেশ অস্বস্তিতে রয়েছে বিজেপি। শুধু তাই নয় এই দুই বিজেপি নেতাকে শোকজ করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। রবিবার এই দুই নেতাকে  শোকজ চিঠি পাঠায় রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে উত্তর দেওয়ার নির্দিষ্ট সময় সেই চিঠিতে উল্লেখ করা হয়নি।জানা গিয়েছে,  শোকজের চিঠি পাওয়ার পর জে পি নাড্ডা ও অমিত শাহকে দুই বিজেপি নেতাই চিঠি পাঠিয়েছেন।বিজেপির দুই শীর্ষ নেতার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা।

সূত্রের খবর, ২ ফেব্রুয়ারি তাঁরা দিল্লি (Delhi)যাবেন। এই দুই ‘বিক্ষুব্ধ’ নেতা ছাড়াও  কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে রাজ্যের মণ্ডল সভাপতিদের একাংশও দেখা করতে পারেন। অন্যদিকে শোকজ নোটিশ হাতে পাওয়ার পর জয়প্রকাশ মজুমদার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে  যান। সেখানে ‘বিক্ষুব্ধ’ সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকও করেন।এই পরিস্থিতিতে জয়প্রকাশ-সহ সমস্ত বিক্ষুব্ধ নেতাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শান্তনু।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতেশ তিওয়ারি ক্ষোভপ্রকাশ করে জানিয়েছেন, দলীয় নেতৃত্বই শোকজের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে শৃঙ্খলা ভেঙেছে। তাঁদের কোনও সার্টিফিকেট আমার দরকার নেই। আমি ৩২ বছর ধরে দল করছি। নানা উত্থানপতন হৃদয় দিয়ে অনুভব করেছি। দলের কাজ অন্যদের কাছে শিখব না।

রাজ্য কমিটির শোকজ নোটিশের জবাব না দিয়ে বিক্ষুব্ধ নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে চাইছেন কেন সেই নিয়ে প্রশ্ন উঠছে বঙ্গ বিজেপির অন্দরমহলে। পাশাপাশি শাহ-নাড্ডা বিক্ষুদ্ধ নেতাদের আবেদনে আদৌ সাড়া দেবেন কিনা, সেই নিয়েও প্রশ্ন তুলছেন বঙ্গ বিজেপির একাংশ।

spot_img

Related articles

গম্ভীরের মন্তব্যে চটেছে বিসিসিআই! টি২০ বিশ্বকাপ পর্যন্ত সময়সীমা হেড কোচের?

টেস্টে খারাপ পারফরম্যান্স করার পরও গৌতম গম্ভীরের (Gautam Gambhir)আস্থা হারাচ্ছে না বিসিসিআই। তবে গম্ভীরের উপর বিসিসিআই পুরোপুরি খুশি...

বিচারক নিয়োগ নিয়ে PSC-র বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা হাই কোর্টে

বিচারক নিয়োগে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি-র জুডিশিয়াল সার্ভিস (Judicial Service) পরীক্ষার জন্যে জারি করা বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে...

ইচ্ছে মতো নয়, সেমিস্টার পিছু ফি বেঁধে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ

সেমিস্টারের নামে অতিরিক্ত ফি (Fee) নেওয়াতে রাশ টানতে নির্দেশ দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Council Of Higher Secondary...

ফের ভিনরাজ্যে আক্রান্ত বাংলাভাষী শ্রমিক, ওড়িশায় ‘জয় শ্রীরাম’ বলতে চাপের অভিযোগ বজরং দলের বিরুদ্ধে

ফের বাংলায় কথা বলায় অত্যাচারের শিকার। বিজেপি(BJP)শাসিত ওড়িশায় (Orissa) আক্রান্ত মুর্শিদাবাদের (Murshibad) চার পরিযায়ী শ্রমিকের। বেধড়ক মারের পর...