Monday, August 25, 2025

ফের মানবিক মুখ পুলিশের, বৃষ্টি মাথায় নিয়েই অন্তঃসত্ত্বাকে রক্ত দিলেন এসপি

Date:

Share post:

ফের মানবিক মুখ পুলিশের। রাতের বেলা অস্ত্রোপচারের টেবিলে রক্তের প্রয়োজন অন্তঃসত্ত্বা মহিলার। রাতের খাবার শেষ না করেই অন্তঃসত্ত্বাকে বাঁচাতে দৌড়লেন এসপি।নিজেই রক্ত দিলেন। ঘটনাটি ঘটেছে দার্জিলিং-এর স্থানীয় একটি নার্সিংহোমে।
ঘটনার সূত্রপাত, গত রবিবার রাত সাড়ে নটা নাগাদ। ওইদিন স্থানীয় হাসপাতালে ভর্তি হন এক অন্তঃসত্ত্বা মহিলা।ওই মহিলার প্রসবের জন্য অস্ত্রোপচার চলছিল।কিন্তু প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। তৎক্ষণাৎ বি-নেগেটিভ রক্তের প্রয়োজন হয়।
গোটা দার্জিলিং-জুড়ে বি-নেগেটিভ গ্রুপের কোনও ব্যক্তির সন্ধান পাওয়া যায় নি। এমনকি ব্লাড ব্যাঙ্কেও ওই গ্রুপের রক্তের জোগান ছিল না।হাসপাতালের সুপার জানতে পারেন দার্জিলিং-এর পুলিশ সুপার সন্তোষ নিম্বালকরের রক্ত ওই একই গ্রুপের। তখনই হাসপাতালের তরফে যোগাযোগ করা হয়। জানা গিয়েছে, তখন ডিনার করছিলেন পুলিশ সুপার। ফোন পেয়েই দ্রুত ওই হাসপাতালে যান। তখন বাইরে মুষলধারার বৃষ্টি। সব উপেক্ষা করেই অন্তঃসত্ত্বা মহিলাকে রক্ত দেন পুলিশ সুপার। তাঁর এই পদক্ষেপে খুশি চিকিৎসক ও অন্তঃসত্ত্বা মহিলার পরিবার।
রক্তদানের বিষয়ে পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, ‘আমি রক্তের মূল্য জানি। এই বি-নেগেটিভ রক্ত খুব বিরল। এই গ্রুপের রক্তের জোগান কম। তাই আমি নিজেই রক্ত দিতে এসেছি। এটা আমার কর্তব্য এবং এর চেয়ে বেশি কিছু নয়।’ জেলার পুলিশ প্রধানের এমন আচরণের প্রশংসা সব মহলে।
চিকিৎসক দাওয়া চিরিং ভুটিয়া বলেন, “যেহেতু আমাদের জরুরিভিত্তিতে সিজার করতে বলা হয়েছিল, তাই নিয়ম অনুযায়ী রক্তের ব্যবস্থা রাখতে হত। আমরা জানতাম রক্তের এই গ্রুপ বিরল এবং শিলিগুড়ি যেতে হলে ৩ ঘণ্টা সময় লাগবে। আমরা জানতাম যে এসপির রক্ত একই গ্রুপের।”

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...