Sunday, January 11, 2026

Prashant Kishor: ২০২৪-এ কি বিজেপি ক্ষমতায় থাকবে? সম্ভাবনা উড়িয়ে কী বললেন পিকে?

Date:

Share post:

শাসক-বিরোধী সব দলেরই পাখির চোখ এখন ২০২৪-এর লোকসভা নির্বাচন। শাসক-বিরোধীরা নিজেদের মতো করে ঘুঁটি সাজাচ্ছে। চলছে রাজনৈতিক ভবিষ্যৎবাণী। এর মধ্যেই বোমা ফাটালেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, ২০২৪-এ ক্ষমতায় থাকতে পারবে না বিজেপি (Bjp)। তবে, তার সঙ্গে কিছু শর্ত জুড়ে দেন তিনি। তাঁর মতে, বিজেপির মোকাবিলায় একটি শক্তিশালী ফ্রন্ট (Front) গঠন করা অত্যন্ত জরুরি।

এই প্রসঙ্গে পিকে বলেন, বাংলা, বিহার, ওড়িশা, তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু এবং কেরালা যখন গেরুয়া ঝড় উঠেছে বলে দাবি করা হয়, তখনও ২০০-র মধ্যে কমবেশি 50টি আসন পেয়েছে বিজেপি। বাকি আসনগুলিতে তাদের ভরাডুবি হয়েছে।

বিজেপির ‘অন্ধ হিন্দুত্ববাদ’ এবং “অতিজাতীয়তাবাদ” মিলে মানুষের মনে আতঙ্ক তৈরি করেছে। বিরোধী জোটকে একটি তথাকথিত “মহাজোট” না করে এগুলির ঊর্ধ্বে উঠে নিজেদের নীতি ঠিক করতে হবে। “বিহার 2015 সাল থেকে একটিও ‘মহাজোট’ সফল হয়নি”। শুধুমাত্র দল এবং নেতাদের একত্র হওয়াই যথেষ্ট হবে না। তাঁদের মানসিকতা এবং ব্যবহারিক আচরণেও সমতা থাকতে হবে।

প্রশান্ত কিশোর যোগ করেন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের একেবারেই আলাদা। বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি জিততে পারে। কিন্তু তার মানে এই নয় যে, ২০২৪-এ তারা ক্ষমতায় থাকবে। এর আগে ২০১২-এর উত্তর প্রদেশ নির্বাচনে সমাজবাদী পার্টি, উত্তরাখণ্ড-মণিপুরে কংগ্রেস, পাঞ্জাবে অকালিদল ক্ষমতায় আসে। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারেই উল্টো।

নিজের অবস্থান ব্যাখ্যা করে পিকে বলেন, “আমার জীবনের লক্ষ্য একজন ব্যক্তি বা দলকে পরাজিত করা নয়। আমি মনে করি যে আমাদের দেশে, শক্তিশালী বিরোধী দল দরকার। আমি ব্যক্তিগতভাবে এই বিরোধী মতাদর্শের সঙ্গে বেশি সহমত।”

আরও পড়ুন- বিজেপিতে গৃহযুদ্ধ, সাসপেন্ড হতেই বোমা ফাটালেন রীতেশ

 

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...