ভাঙন বিজেপিতে, এবার টাইগারের থাবা চা বলয়ে

টাইগারের থাবা চা বলয়ে। ভাঙন বিজেপিতে। তবে এই টাইগার আসলে বাঘ নয় বরং একজন ব্যক্তি। তিনি আসলে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি রাজেশ লাকরা (Rajesh Lakra) যাকে ডুয়ার্সে (Dooars) সকলে টাইগার নামেই চেনে।

ডুয়ার্সের চা বলয়ে ভালো ফল করেছিল বিজেপি (BJP)। তবে সেই গড় ধরে রাখতে তারা ব্যর্থ। চা বলয়ে বিজেপির ভাঙন অব্যাহত। এবার তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা রাজেশ লাকরা তথা টাইগারের থাবায় বড়সড় ভাঙন বিজেপিতে (BJP)। সোমবার বিকেলে টাইগারের হাত ধরেই এবিভিপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নে যোগদান ছাত্র নেতা প্রতীক দাস সহ প্রায় শতাধিক টোটো চালকের। আর এরফলে বিজেপির হাত থেকে টোটো ইউনিয়ন ছিনিয়ে নিল তারা। এমনটাই দাবি তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সংগঠনের নেতৃত্বের।

আরও পড়ুন: “একজন সাধু কখনও মুখ্যমন্ত্রী হতে পারেন না,” যোগীকে কটাক্ষ অভিমুক্তেশ্বরানন্দের

সোমবার বিকেলে বানারহাট ব্লকের সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের তেলিপাড়ার কালী মন্দির ময়দানে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের সভাপতি রাজেশ লাকরা ওরফে টাইগার-সহ সভাপতি তবারক আলি, সংগঠনের বানারহাট ব্লক সভাপতি রঞ্জিত লাকরা, সাঁকোয়াঝোরা-১ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি সমীর পাল। সেখানে ছিলেন নব গঠিত বানারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি সীমা চৌধুরী-সহ এলাকার গ্রাম পঞ্চায়েতের সদস্য সীমা দাস, কল্পনা মণ্ডল,গোপাল চক্রবর্তী, মানিক চট্টোপাধ্যায় প্রমুখ।

 

Previous articleRape:লজ্জা! মেয়ে মোবাইলে আসক্ত কেন? শাস্তিসরূপ কন্যাকে ধর্ষণ বাবার
Next articleভোটে বিনামূল্যের প্রতিশ্রুতি বন্ধে  কেন্দ্র, নির্বাচন কমিশনকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের