স্নান নিয়ে বচসায় গৃহত্যাগী হোমিওপ্যাথি চিকিৎসক! খোঁজ মিলল ভদ্রেশ্বরে 

ডাক্তার স্বামী কে বাড়ি ফেরার পর স্নানের হুকুম দিলেন স্ত্রী, অশান্তির জেরে গৃহত্যাগী হোমিপ্যাথি চিকিৎসক

ডাক্তারবাবুর (Doctor) স্ত্রীর কড়া নিয়ম, স্নান(Bath) না করে বাড়ি তে ঢোকা নিষেধ। এই নিয়ে রোজ অশান্তির জেরে গৃহ ত্যাগী হন উত্তর ২৪ পরগনার বনগাঁর রেটপাড়ার বাসিন্দা হোমিওপ্যাথি চিকিৎসক( Doctor) কান্তি চক্রবর্তী। অবশেষে হুগলি ( Hooghly) জেলার ভদ্রেশ্বর (Bhadreswar) স্টেশনে দেখা মিললো তাঁর।

আরো পড়ুন: ‘পদ্মশ্রী’ ফেরালেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়

করোনা( Corona) কালে স্নান করে ঘরে প্রবেশ করতে হবে এই বিধি আরোপ করেছিলেন ৬২ বছরের বৃদ্ধ হোমিওপ্যাথি চিকিৎসক কান্তি চক্রবর্তীর স্ত্রী। কান্তি বাবুর গিন্নি হুকুম করেছিলেন করোনা রোগী দেখে বাড়ি ফিরলে নিয়ম মানতে হবে।কিন্তু এই ঠান্ডায় যখন তখন স্নান করলে অসুস্থ হবার আশঙ্কা থেকে যায় যে। এই সহজ কথাটা স্ত্রী কে বোঝাতে না পেরে ,গত ১৫ জানুয়ারি বাড়ি ছেড়েছিলেন কান্তিবাবু। তার পর  সোজা চেন্নাই, সেখান থেকে আবার নিজের রাজ্যে ফিরে ভুল বশত হাওড়া-ব্যান্ডেল মেন লাইনের মানকুন্ডু স্টেশনে পৌছে যান তিনি। সোমবার ভোররাতে স্টেশন থেকে তাঁকে উদ্ধার করে ভদ্রেশ্বর থানার পুলিশ।

Online Game: অনলাইন গেমে বাড়ছে মৃত্যু, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

কান্তি বাবুর ছেলে অর্পণ তাঁর বাবার নিখোঁজ হওয়ার ডায়েরি করেছিলেন থানায়। মঙ্গলবার ভদ্রেশ্বর থানা থেকে গাড়িতে করে বাবাকে  নিয়ে বাড়ি ফিরলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ভদ্রেশ্বর থানার এক আধিকারিক গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় দেখেন যে মানকুন্ডু স্টেশনের টিকিট কাউন্টারের সামনে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। সেইসময় বৃষ্টি পড়ছিল, সাথে ঠাণ্ডার তীব্রতা থাকায় ঠকঠক করে কাঁপছিলেন তিনি। এরপর কান্তি বাবু তাঁর গৃহত্যাগী হওয়ার ঘটনা খুলে বলেন ওই থানার আধিকারিককে। এরপরের ঘটনা সবার জানা। আপাতত নিজের বাড়িতে তিনি। রাগ আর বিরক্তিতে ঘর ছেড়েছিলেন, তার পর এত কিছু ঘটে গেল। নিজের কর্মকাণ্ড নিয়ে কিছুটা হলেও অস্বস্তি তে হোমিওপ্যাথি চিকিৎসক কান্তি চক্রবর্তী।