নবীনকে সুযোগ দিয়ে গোয়ার(Goa) নির্বাচনী লড়াই থেকে নিজেকে সরিয়ে নিলেন তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি ও সাংসদ বর্ষীয়ান লুই জিনহ ফালেরিও(Luizinho faleiro)। শুক্রবার সকালে তৃণমূল কংগ্রেসের(TMC) তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল ফাতোরদা আসন থেকে ফালেরিও বদলে প্রার্থী হলেন তরুন তুর্কী আইনজীবী সিওলাভিলা ভাস।

এদিন গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফালেরিও বলেন, দল সিদ্ধান্ত নিয়েছে আরও বেশি করে নতুন তরতাজা মুখ অর্থাৎ নতুন প্রজন্মকে সামনের সারিতে আনবে। বিশেষ করে মহিলাদের। তাই ফাতোরদায় সিওলাভিলা ভাসকে প্রার্থী করা হয়েছে। তিনি খুবই ভালো প্রার্থী। একই সঙ্গে ফালেরিওর বক্তব্য, এখানে বিতর্ক খুঁজতে যাওয়া অর্থহীন। দল আমাকে সর্বভারতীয় সহ সভাপতি করেছে। সাংসদ করেছে। এখন আমাদের একটাই লক্ষ্য, এই বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারানো। আমি দলের সাংগঠনিক কাজেই বেশি করে দিচ্ছি।

আরও পড়ুন:জেলা কমিটি নিয়ে জেলায় জেলায় আগুন, বিদ্রোহীদের নিয়ে পিকনিক পলিটিক্স চলছেই শান্তনুর

এদিনের সাংবাদিক বৈঠকে ফালেরিওর সঙ্গে ছিলেন গোয়ায় দলের ইনচার্জ সাংসদ মহুয়া মৈত্র, আলেমাও চার্চিল ও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

