এখনও সঙ্কটমুক্ত নন। তবে, স্থিতিশীল গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee)। বৃহস্পতিবার, এসএসকেএম (SSKM) থেকে গ্রিন করিডর (Green Corridor) করে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। শুক্রবার, হাসপাতালে তরফ থেকে জানানো হয়েছে অক্সিজেন সাপোর্টে রয়েছেন সন্ধ্যা। কোভিড 19-এ আক্রান্ত তিনি। তবে, সেটি অমিক্রন না ডেল্টা- কোন ভেরিয়েন্ট সেটা এখনও নিশ্চিত নয়।

ঐতিহাসিক টাউন হলে পুর অধিবেশনে সুব্রতর নামে রাস্তা-সংগ্রহশালা তৈরির প্রস্তাব আসতে পারে

হাসপাতাল সূত্রে খবর, নবতিপর শিল্পীর চিকিৎসায় পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical Board) গঠন করা হয়েছে। স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে। তাঁর হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। কী কী চিকিৎসা হবে তা নিয়ে আলোচনায় বসছে মেডিক্যাল বোর্ড।
