Monday, August 25, 2025

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পরেই উত্তেজনা মণিপুরে, পুড়ল মোদির কুশপুতুল

Date:

Share post:

এরাজ্যের পাশাপাশি এবার মণিপুরেও বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ফেব্রুয়ারিতে ভোট মণিপুরে। রবিবার বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করার পর আদি এবং নব্যর দ্বন্দ্ব ঘিরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।প্রার্থী তালিকা প্রকাশের পর এতটাই অসন্তোষ তৈরি হয় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের কুশপুতুল পোড়ানো হয়।

আরও পড়ুন- Pegasus: সংসদে মিথ্যে বলেছে কেন্দ্র, স্পিকারের কাছে পদক্ষেপের আবেদন সৌগতর

বিক্ষুব্ধ প্রার্থীদের অভিযোগ, কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন এমন ১০ জন নেতাকে টিকিট দেওয়া হয়েছে, অথচ এতদিন ধরে যাঁরা দলের হয়ে কাজ করল, খাটলো তাঁদের টিকিট দেওয়া হয়নি। বিজেপির নেতা-কর্মীরা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিভিন্ন জায়গায় বিজেপির পার্টি অফিসে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যাঁদের টিকিট পাওয়ার কথা ছিল, অথচ টিকিট পাননি এমন অনেক নেতাই এদিন ইস্তফা দেন। গোটা পরিস্থিতির উপর নজর রাখতে ইম্ফল রাজ্যে বিজেপির সদর দফতরে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এদিন মণিপুরের ৬০টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। পুরনো কেন্দ্র হেইনগ্যাং থেকে প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। গতবার ২১টি আসন পেয়েছিল বিজেপি। পরে ন্যাশনাল পিপলস পার্টি এবং নাগা পিপলস ফ্রণ্ট নামের ছোট দলগুলির সঙ্গে জোট করে ক্ষমতায় এসেছিল তাঁরা। সেই ২১ জনের মধ্যে ১৯ জনকে টিকিট দেওয়া হয়েছে। টিকিট পাননি বাকি দু’জন। ৬০ জনের প্রার্থী তালিকায় মাত্র তিন জন মহিলা এবং একজন মুসলিম সম্প্রদায়ের প্রার্থী নিয়ে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। অন্যদিকে বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ, নিজের ঘনিষ্ঠদের টিকিট দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই পরিস্থিতি বিজেপির ভোটব্যাঙ্কে আদৌ কতটা প্রভাব ফেলবে তা সময়ই বলবে।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...