১) ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।

২) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের। তবে এখনও রয়েছেন ভেন্টিলেশনে। সব কিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবারই হয়তো খোলা হতে পারে ভেন্টিলেশন। সোমবার এমনটাই জানান হল হাসপাতালের পক্ষ থেকে।

৩) বান্ধবীকে ধর্ষণ ও মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবলার ম্যাসন গ্রিনউড। ম্যানইউ ইতিমধ্যে গ্রিনউডকে নির্বাসিত করেছে। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

৪) বুধবার আইএসএলের পরবর্তী ম্যাচে চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। আর তার আগে আইএসএলের বাকি ম্যাচ গুলোতে দলের ডিফেন্স পোক্ত করতে ডিফেন্ডার নাওচা সিংকে সই করাল এসসি ইস্টবেঙ্গল।

৫) ২১তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর থেকেই রাফায়েল নাদালের জন্য বইছে শুভেচ্ছার বন্যা। শুধু টেনিস নয়, বিভিন্ন জায়গা থেকে শুভেচ্ছার বন্যায় ভাসছেন রাফা। আর এবার নাদালকে শুভেচ্ছা জানালেন নোভাক জোকোভিচ। সোশ্যাল মিডিয়ায় জোকোভিচ বলেন,” ২১তম গ্র্যান্ড স্ল্যামের জন্য অনেক অভিনন্দন নাদাল।

আরও পড়ুন:Eden: ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজে ৭৫ শতাংশ দর্শক, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী