Saturday, August 23, 2025

ASSAM: নিম্নমুখী করোনার সংক্রমণ, ১৫ ফেব্রুয়ারি থেকেই অসমের স্কুলগুলিতে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, গুয়াহাটি:

অসমে অনেকটাই নিম্নমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ। সেইসঙ্গেই কমছে সংক্রমণের হার (Positivity Rate)। এই অবস্থায় উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ফের পুরোদমে স্কুল খোলার (Schools Reopen) কথা ভাবা হচ্ছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকেই স্কুলগুলিতে সশরীরে স্বাভাবিক পঠনপাঠন শুরু হয়ে যাবে।স্কুলে আসতে পারবে সব বয়সের সমস্ত শ্রেণির ছাত্রছাত্রীরা।এরই পাশাপাশি, নাইট কার্ফুতেও বিধিনিষেধ কিছুটা শিথিল করা হবে বলে জানানো হয়েছে। তবে পুরোটাই নির্ভর করছে অসমের কোভিড গ্রাফের উপর। ধেমাজিতে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যে করোনা পরিস্থিতির উপর আমরা সবসময়েই নজর রাখছি। এখন অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। এখন রাজ্যের দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা প্রায় ২ হাজার। তাই আমরা কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ভাবছি।
মুখ্যমন্ত্রীর আশা, আগামী কিছুদিনের মধ্যেই দৈনিক সংক্রমণের সংখ্যা আরও কমে ১ হাজারের কাছাকাছি হবে। তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই দৈনিক সংক্রমণ আরও কমবে বলে আমরা মনে করছি। দৈনিক সংক্রমণ ১ হাজারের নীচে নামলেই আমরা রাজ্যে নাইট কার্ফুর সময়সীমা খানিকটা কমিয়ে দেব। সেক্ষেত্রে নাইট কার্ফু চালু করা হবে রাত ১১টা থেকে।”
করোনা পরিস্থিতি ধীরে ধীরে আয়ত্তে আসায় অসমে স্কুল চালু করা হয়েছিল। কিন্তু, এরই মধ্যে গোটা দেশের মতো এখানেও ওমিক্রনের দাপট বাড়তে শুরু করে। ফলে গত ২৫ জানুয়ারি থেকে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের স্কুলে এসে সশরীরে পঠনপাঠন সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নতুন করে সংক্রমণ না বাড়লে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবার স্কুলমুখী হতে পারবে নিচু ক্লাসের পড়ুয়ারা।
রাজ্যে ইতিমধ্যে কিশোর-কিশোরীদের টিকাকরণের কাজও শুরু করা হয়েছে। তাদের সকলের টিকা দেওয়া হয়ে গেলে সশরীরে পঠনপাঠনের প্রক্রিয়া আরও সহজ হবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...