India Team: করোনায় আক্রান্ত ধাওয়ান, শ্রেয়স আইয়ররা, ভারতীয় দলে ডাক মায়ঙ্ককে

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা।

শিখর ধাওয়ান ( Shikhar Dhawan), শ্রেয়স আইয়রেরা (Shreyas Iyer) করোনায় ( Corona) আক্রান্ত হওয়ায়, ভারতীয় দলে ( India Team) ডেকে পাঠানো হল মায়ঙ্ক আগরওয়ালকে (Mayank Agarwal) বৃহস্পতিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। করোনায় আক্রন্ত শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়র-সহ ভারতীয় দলের তিন ক্রিকেটার এবং তিন সাপোর্ট স্টাফ।

ভারতীয় দলে দুই ওপেনার ধাওয়ান এবং রুতুরাজ গায়কোয়াড করোনা আক্রান্ত হওয়ায় মায়ঙ্ককে ডেকে নেওয়া হয়েছে বলে জানান হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে। কারণ এই ক্রিকেটারদের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিতে পারবেন না। তাই দরকার পড়লে মায়ঙ্ককে প্রথম একাদশে নেওয়া হবে।

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে আমেদাবাদে তিন ম্যাচের এক দিনের সিরিজ শুরু হওয়ার কথা। আর তারপরে ১৬ ফেব্রুয়ারি থেকে কলকাতায় শুরু হবে তিন ম্যাচের টি-২০ সিরিজ।

আরও পড়ুন:Atk Mohunbagan: মুম্বইয়ের বিরুদ্ধে জিতে শেষ চারে জায়গা পক্ত করতে মরিয়া বাগান ব্রিগেড

Previous articleASSAM: নিম্নমুখী করোনার সংক্রমণ, ১৫ ফেব্রুয়ারি থেকেই অসমের স্কুলগুলিতে স্বাভাবিক পঠনপাঠন শুরু হবে
Next articleUP Police Viral Video: বৃদ্ধ ব্যক্তিকে লাথি মেরে তাড়িয়ে দিল উত্তরপ্রদেশ পুলিশের এক কর্মী! মুহূর্তে ভাইরাল ভিডিও!