উত্তরপ্রদেশে গুলিকাণ্ড: আসাদুদ্দিন ওয়েইসিকে ‘Z’ ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্র

উত্তরপ্রদেশে(UttarPradesh) নির্বাচনী প্রচারে গিয়ে প্রাণঘাতী হামলার মুখে পড়েছিলেন এআইএমআইএম (AIMIM)প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি(Asaduddin Owaisi)। তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। এই ঘটনার জেরে এবার ওয়েইসির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, এআইএমআইএম সাংসদকে এখন থেকে জেড ক্যাটাগরির নিরাপত্তা(z category security) দেবে কেন্দ্রীয় সরকার।

উত্তরপ্রদেশের নির্বাচনী প্রচার থেকে দিল্লি ফেরার সময় এক টোল প্লাজার সামনে দুষ্কৃতী দ্বারা আক্রান্ত হন ওয়েইসি। তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ওয়েইসি বলেন, “আমি দিল্লি যাচ্ছিলাম মিরাটের কিঠাউর থেকে। সেই সময়ই ছাজরসি টোল প্লাজার কাছে আমার গাড়ি লক্ষ্য করে দুই দুষ্কৃতী ৩-৪ রাউন্ড গুলি চালায়। আমার গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে। পরে আমি অন্য গাড়িতে ঘটনাস্থল থেকে ফিরি।” এই ধরনের হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গোটা ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশ পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশ্ন উঠতে শুরু করেছে ভিভিআইপি একজন রাজনৈতিক নেতাকে যদি উত্তর প্রদেশে গিয়ে এভাবে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাহলে সেখানকার সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? গোটা ঘটনায় জাতীয় রাজনীতি যখন সরগরম ঠিক সেই সময় পরিস্থিতির গুরুত্ব বুঝে ওয়েইসির নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।