Snowfall: রেকর্ড তুষারপাত দার্জিলিঙে! বরফের চাদরে ঢাকল ঘুম

চলতি বছরে শীতের ইনিংসে বারবার বাধ সেধেছে পশ্চিমী ঝঞ্ঝা। রাজ্যজুড়ে শীতেও বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি রাজ্যবাসী। অন্যদিকে রেকর্ড তুষারপাত হয়েছে দার্জিলিং-সহ কার্শিয়াঙে। আজও বরফের সাদা চাদরে ঢেকেছে দার্জিলিঙের ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুর। এনিয়ে ষষ্ঠবারের জন্য তুষারপাত হল দার্জিলিঙে। পাহাড়বাসীদের কথায়,টাইগার হিল, সান্দাকফুতে এই মরসুমে নিয়ম করে তুষারপাত হলেও ২০ বছর পর ঘুম-সহ কার্শিয়াঙের চটকপুরে তুষারপাত দেখা গেল।  শীতের মরসুমে এই পরিমাণ তুষারপাত স্বভবতই রেকর্ড গড়েছে।

আরও পড়ুন:Weather Update: উধাও শীত, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে বৃষ্টি। উত্তরবঙ্গের দার্জিলিং-সহ কালিম্পং, কার্শিয়াঙের বেশ কিছু জায়গায় ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে। পাশাপাশি তুষারপাত শুরু হয়েছে ঘুম-সহ চটকপুরে তুষারপাত শুরু হয়। সেইসঙ্গে অনান্য বছরের তুলনায় সান্দাকফু, সিঙ্গালিলা রেঞ্জে অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি তুষারপাতের খবর মিলেছে। তুষারপাতের টানে দার্জিলিঙে অনান্যবারের তুলনায় ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ফলে খুশি স্থানীয় ব্যবসায়ীরাও।

এদিকে প্রশাসনের তরফে প্রবল তুষারপাতের জেরে ইতিমধ্যেই সেরপাং, থ্রুমশিং লা, সেঙ্গর এবং লাটোং লা এলাকায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।  আবহাওয়ার পরিস্থিতি দেখেই পর্যটকদের রাস্তায় বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।