(বিজেপি নেতার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম)

তৃণমূলের পর এবার রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন বিক্ষুব্ধ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। রাজ্য বিজেপির প্রাক্তন সহ-সভাপতি ট্যুইটে জগদীপ ধনকড়কে খোঁচা দিয়ে প্রশ্ন তোলেন, “সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে? রাজ্যের সঙ্গে দ্বন্দ্বে আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ কি উপকৃত হচ্ছে? সংবাদমাধ্যম ও ট্যুইটই কি সব কিছু সমাধান করবে?”

এরপরই ধনকড়ের উদ্দেশ্যে জয়প্রকাশ বলেন, “আপনার অবস্থান কি শাসক দলকেই সহানুভূতি জোগাচ্ছে না? মানুষ আপনার থেকে প্রকৃত রাষ্ট্রনেতার মতো আচরণ প্রত্যাশা করে।”

বিজেপি নেতার এমন মন্তব্যকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, রাজ্যপাল কী করছেন সেটা সবাই দেখছেন। তাই বিজেপির অনেক নেতাও রাজ্যপালের বিরোধিতা করছেন। বিজেপি নেতা হয়েও রাজ্যপালের সমালোচনা করার অর্থ, তাঁদের শুভবুদ্ধির উদয় হয়েছে। যদিও রাজ্যপালকে নিয়ে জয়প্রকাশ মজুমদারের মন্তব্যের কোনও জবাব দেননি দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষের বক্তব্য, “কে কী বলেছে জানি না। তবে রাজ্যপাল যা বলছেন তার সঙ্গে আমরা সহমত। আর জয়প্রকাশ মজুমদার আমার ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও কথা বলেছেন