একের পর এক বলিউড তারকা করোনা আক্রান্ত হচ্ছেন। এবার অভিনেত্রী-সাংসদ জয়া বচ্চন । শুক্রবারই জয়া বচ্চনের করোনা আক্রান্ত হওয়ার খবর জানা গিয়েছে। যদিও বৃহন্মুম্বই পুরনিগমের (BMC) তরফ থেকে জানানো হয়েছে, জয়া বচ্চন গত পাঁচ দিন ধরে কোভিড আক্রান্ত। বাড়িতেই রয়েছেন। আইসোলেন আছেন তিনি।

কিছুদিন আগেই করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির কাজ করছিলেন জয়া বচ্চন। ওই ছবিতে শাবানা আজমিও ছিলেন। গত ৩১ জানুয়ারি কোভিড পজিটিভ হয়েছিলেন শাবানা আজমি। শাবানা তাঁর সহকর্মীদের প্রত্যেককেই টেস্ট করার আবেদন জানিয়েছিলেন। আর শাবানার পরেই জয়া বচ্চন করোনা আক্রান্ত হলেন।
