Sunday, January 11, 2026

Lata Mangeshkar: পন্ডিত নেহেরু কেঁদে ফেলেছিলেন লতার গান শুনে

Date:

Share post:

তাঁর গান শুনে কেঁদে ফেলেছিলেন জওহরলাল নেহরু। শ্রীপঞ্চমী তিথিতে দেশবাসীকে কাঁদিয়ে চলে গেলেন লতা মঙ্গেশকর। ভারতের নাইটঅ্যাঙ্গেল। সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভেন্টিলেশনেই তাঁর শেষ নিঃশ্বাস। প্রধানমন্ত্রী থেকে আমজনতা সকলে ভারাক্রান্ত। আগামী দুদিন রাষ্ট্রীয় শোক।

আরও পড়ুন:Lata Mangeshker : “যতদিন পৃথিবী থাকবে ততদিনই লতাজি থাকবেন “

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম ইন্দোরে। বাবা দীননাথ মঙ্গেশকর ছিলেন মঞ্চ অভিনেতা এবং গায়ক। ৪ বোন এবং ১ ভাই। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, ঊষা মঙ্গেশকর, মীনা মঙ্গেশকর এবং হৃদয়নাথ মঙ্গেশকর।মাত্র ১৩ বছর বয়সে সঙ্গীত জগতে পা রাখেন লতা।এরপর সঙ্গীত জীবনের এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান গেয়েছেন। ৩৬টি আঞ্চলিক ও বিদেশী ভাষায় গান গাওয়ার রেকর্ড তাঁর। ১৯৬৩ সালে ২৬ শে জানুয়ারি লতা মঙ্গেশকরের গলায় ‘অ্যায় মেরি ওয়াতন কী লোগো’ গানটি শুনে কেঁদে ফেলেছিলেন পন্ডিত নেহেরু।

পেয়েছেন একাধিক জাতীয় পুরস্কার। ভারতীয় রত্ন (২০০১), পদ্মবিভূষণ(১৯৯৯), এনটিআর জাতীয় পুরস্কার(১৯৯৯),মহারাষ্ট্রভূষণ(১৯৯৭), দাদাসাহেব ফালকে(১৯৮৯),ফান্সের পুরস্কার লিজিওঁন ওফ অনার(২০০৭), তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৫টি বাংলা চলচ্চিত্র পুরস্কার, ছ’বার শ্রেষ্ঠ মহিলা শিল্পীর স্বীকৃতি। ১৯৭৪ সালে প্রথম ভারতীয় হিসাবে লন্ডনের রয়্যাল হ্যালবার্ট হলে সঙ্গীত পরিবেশন করেন।

কোভিডে আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্ল্যন্ডি হাসপাতালে ভর্তি হন। বারবার তাঁর শারীরিক অবস্থার উন্নতি এবং অবনতি হয়েছে। শেষ মূহুর্তে তাঁকে ICU থেকে ভেন্টিলেশনে দেওয়া হয়। হাসপাতাল তরফে জানানো হয়,তাঁর মাল্টি অর্গ্যান ফেলিওর হয় এবং সকাল ৮টা ১২ মিনিটে ৯২ বছর বয়েসে ভারতের নাইটঅ্যাঙ্গেল প্রয়াত হন।

spot_img

Related articles

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...

রবিবার সকালে সুখবর দিলেন অদিতি, গায়িকার কোল আলো করে এল পুত্র সন্তান

রবিবার সকালে মিলল সুখবর, মা হলেন গায়িকা অদিতি মুন্সী (Aditi Munshi)। কীর্তন শিল্পী ও দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty)...

ভেনেজুয়েলার পর সিরিয়া, আকাশপথে হামলা আমেরিকার!

সিরিয়া (Syria) জুড়ে আইএসকে (IS) লক্ষ্য করে মার্কিন সেনার হামলা। মুহুর্মুহু গোলাবর্ষণ অন্তত ৩৫টি নিশানায়। মার্কিন সেন্টার কমান্ডোর...

‘আত্মহত্যার নাটক’ করেছিলেন দেবলীনা! নেটপাড়ার রোষানলে পড়তেই হাসপাতাল থেকে জবাব গায়িকার

৭৮টি ঘুমের ওষুধ খাওয়ার খবর থেকে, শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির মধ্যে যেকোনও একটাকে বেছে নিতে না পারার জন্য...