Sunday, August 24, 2025

আজ অখিলেশের সমর্থনে যোগী রাজ্যে ঝড় তুলবেন মমতা, হাড়ে কাঁপুনি বিজেপির

Date:

Share post:

একুশে বাংলার ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপানো পর্যুদস্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। “হোম ম্যাচে” ভাঙা পায়ে খেলেই ডজন ডজন গোল দিয়েছেন গেরুয়া শিবিরকে। এবার “আওয়ে ম্যাচে” মোদি-যোগী-অমিত শাহদের ঘরে হানা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই স্পিরিটকে কাজে লাগাতে মরিয়া উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টিও। সপা সুপ্রিমো অখিলেশের অনুরোধে ইতিমধ্যেই উত্তরপ্রদেশ পৌঁছে গিয়েছেন তৃণমূল নেত্রী। লখনউ বিমানবন্দরে নেমেই পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। মমতাকে কাছে পেয়ে সমাজবাদী পার্টির কর্মীসমর্থক, নেতা-নেত্রীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। যোগীকে ক্ষমতাচ্ছ্যুত করতে যেন অক্সিজেন জোগালেন তৃণমূল নেত্রী। অন্যদিকে মমতা উত্তরপ্রদেশে পা রাখতেই হাড়ে কাঁপুনি বিজেপি শিবিরের।

আরও পড়ুন:Sandhya Mukhopadhaya:কেমন আছেন সন্ধ্যা মুখোপাধ্যায়?

আজ, মঙ্গলবার সপা সুপ্রিমো অখিলেশের সঙ্গে একটি যৌথ সভা ও যৌথ সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল নেত্রী। এরপর দ্বিতীয় দফার প্রচারে মার্চের প্রথম সপ্তাহে বারাণসীতে মোদির কেন্দ্রে সপা-র সমর্থনে তাঁর একটি সভা করারও কথা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে তৃণমূল দলীয় প্রতীকে লড়াই করার ঘোষণা করলেও আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের পাশেই থাকবে ঘাসফুল শিবির।

উত্তরপ্রদেশ যাওয়ার আগেই নাম না করে কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল নেত্রী। আক্ষেপের সুরে তিনি জানান, কংগ্রেসের গড়িমসিতেই উত্তরপ্রদেশে বিরোধীরা জোট গড়ে লড়ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “একসঙ্গে জোট বেঁধে লড়লে ভাল হত। ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি। অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে। বিজেপির বিরুদ্ধে অখিলেশ যে লড়াই করছে, তাঁর সঙ্গে সবার থাকা উচিত। আমরা উত্তরপ্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি।”

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...