Wednesday, May 7, 2025

ওয়েইসি ‘বিজেপির কোকিল’, ফির যোগীজি আয়েগা তো আপ লোগকো খা জায়েগা: মমতা

Date:

Share post:

সমাজবাদী পাটি তথা অখিলেশ যাদবের সমর্থনে উত্তরপ্রদেশ বিধানসভা প্রচারে গিয়ে কার্যত ঝড় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রচারে শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বিভিন্ন ইস্যুতে সরব ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক মেজাজে বিজেপির ব্যর্থতাকে তুলে ধরে যোগী আদিত্যনাথকে কার্যত তুলোধোনা করেন।
একইসঙ্গে আসাদউদ্দিন ওয়েইসিকে ‘বিজেপির কোকিল’ বলেও কটাক্ষ করেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় নিশানায় ছিল ‘ঘুমিয়ে থাকা’ কংগ্রেসও।

লখনউয়ে অখিলেশ যাদবকে পাশে বসিয়ে ভার্চুয়াল নির্বাচনী সভা থেকে তৃণমূল নেত্রী উত্তরপ্রদেশবাসীকে সতর্ক করে বলেন, “ফির যোগীজি আয়েগা, তো আপ লোগকো খা জায়েগা।” অর্থাৎ ফের একবার যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে রাজ্যের মানুষের ক্ষতি হবে বলেই দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে যখন কোভিডে মানুষের মৃত্যু মিছিল চলছে, তখন রাজ্যের মানুষের পাশে না থেকে যোগী বাংলায় গিয়ে ভোট প্রচারে ব্যস্ত ছিলেন বলেও কটাক্ষ করেন মমতা। নাম না করে বিদায়ী মুখ্যমন্ত্রী যোগীর উদ্দেশ্যে তিনি বলেন শুধু ভোটের সময় সাধু-সন্ন্যাসী হলে চলবে না। সারা বছর সাধু-সন্ন্যাসী হতে হবে।

একই সঙ্গে কংগ্রেসকেও নিশানা করেন বাংলার মুখ্যমন্ত্রী। ঘুমিয়ে থাকা কংগ্রেস যে উত্তরপ্রদেশ থেকে বিজেপিকে উৎখাত করতে পারবে, সে বিষয়টিও তাঁর বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করে দেন তৃণমূল সুপ্রিমো।

গোটা দেশজুড়ে ‘ভোট কাটুয়া’ বলে পরিচিত মিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকেও তোপ দাগেন মমতা। তাঁর কথায়, আসাদউদ্দিন ওয়েইসি আসলে ‘বিজেপির কোকিল’। বিজেপির সঙ্গে বোঝাপড়া করে বিরোধী দলগুলোকে দুর্বল করতে চান আসাউদ্দিন।

 

spot_img

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...