Sunday, August 24, 2025

সংসদে ভাষণ নিয়ে মোদিকে নিশানা কেজরিওয়ালের, টুইটে বাকযুদ্ধে ২ মুখ্যমন্ত্রী

Date:

Share post:

সংসদে মোদির ভাষণ নিয়ে একে অপরকে নিশানা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সংসদে প্রধানমন্ত্রী বলেন, দিল্লি সরকার করোনার প্রথম ঢেউয়ের সময় রাজ্যবাসীকে রাজ্যের বাইরে যেতে অনুমতি দিয়েছিল। সংসদে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) ভাষণের পর রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ শুরু হয় টুইটারে।

প্রথমে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ মিথ্যা। দেশবাসীর আশা, যারা করোনার সময় যন্ত্রণা ভোগ করেছেন, কিংবা যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি প্রধানমন্ত্রী সংবেদনশীল হবেন। এটাই কাম্য। জনসাধারণের কষ্ট নিয়ে রাজনীতি করা প্রধানমন্ত্রীর শোভা পায় না।

আরও পড়ুন-হিজাব বিতর্ক: কর্ণাটকের সমস্ত স্কুল-কলেজ ৩ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এরপরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) অরবিন্দ কেজরিওয়ালকে ((Arvind Kejriwal)) আক্রমণ শানিয়ে লিখেন, কেজরিওয়ালের বক্তব্য নিন্দনীয়। জাতির কাছে তাঁর ক্ষমা চাওয়া উচিত। যোগী আরও বলেন, “শুনুন কেজরিওয়াল, সেই সময় আপনি দিল্লিতে কাজ করা উত্তরপ্রদেশের কর্মীদের দিল্লি ছাড়তে বাধ্য করেছিলেন। যখন গোটা মানবজাতি করোনার যন্ত্রণায় কাতরাচ্ছিল তখন আপনার সরকার মধ্যরাতে ইউপি সীমান্তে ছোট শিশু ও নারীদের অসহায়ের মতো রেখে গিয়েছিল। এটি অগণতান্ত্রিক ও অমানবিক কাজ। তোমাকে বিশ্বাসঘাতক বলব না…”। এরপর তেতে ওঠেন কেজরিওয়াল।

ক্ষুব্ধ কেজরিওয়াল টুইট করে লেখেন, “শুনুন যোগী, আপনি তো ছেড়েই দিন। যেভাবে উত্তরপ্রদেশের মানুষের মৃতদেহ নদীতে ভাসছে আর আপনি কোটি টাকা খরচ করে টাইমস ম্যাগাজিনে আপনার মিথ্যা সাধুবাদের বিজ্ঞাপন দিচ্ছেন। আপনার মতো নিষ্ঠুর শাসক আমি  দেখিনি।”

 

spot_img

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...