Monday, August 25, 2025

BJP Manifesto: বিজেপির ইস্তাহারে লাভ জিহাদে দোষীদের ১০ বছরের জেল,  ১ লক্ষ টাকা জরিমানা

Date:

Share post:

উত্তরপ্রদেশে দরজায় কড়া নাড়ছে প্রথম দফার ভোট। সেই ভোটের ৪৮ ঘন্টা আগে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। ইস্তাহারে আছে একাধিক প্রতিশ্রুতি । লখনউয়ে অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ এই ইস্তাহার প্রকাশ করেন। কৃষকদের জন্য যেমন একাধিক প্রতিশ্রুতি আছে, তেমনি মেধাবী ছাত্রীদের স্কুটার এবং ছাত্রদের স্মার্টফোন ও ট্যাবলেট দেওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু উল্লেখযোগ্য ভাবে সেই ইস্তাহারে লাভ জিহাদ নিয়ে বিজেপির যে অবস্থান, বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা চলছে রাজনৈতিক মহলে। ইস্তাহারে বলা হয়েছে, লাভ জেহাদে দোষী সাব্যস্ত হলে ন্যূনতম দশ বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করা হবে।লাভ জিহাদ বন্ধ করতে ২০২১-এর নভেম্বরে একটি আইন পাশ করেছিল যোগী সরকার।এরই পাশাপাশি, ইস্তাহারে সেচের জন্য কৃষকদের বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি এবং প্রতিটি পরিবারে অন্তত একজনের কর্মসংস্থানের সুযোগের কথা বলা হয়েছে।

ইস্তাহারে উজ্জ্বলা যোজনার আওতায় দু’টি বিনামূল্যের এলপিজি সিলিন্ডার (হোলি এবং দীপাবলিতে একটি করে) দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও ৬০ বছরের বেশি বয়সি মহিলাদের জন্য বিনামূল্যে গণপরিবহণ এবং কলেজ ছাত্রীদের জন্য বিনামূল্যে দুই চাকার গাড়ির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিধবাদের পেনশন বাড়িয়ে প্রতি মাসে ১৫০০ টাকা করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বিজেপির অন্যান্য প্রতিশ্রুতির মধ্যে আছে রাজ্যের মাথাপিছু আয় দ্বিগুণ করার পরিকল্পনা এবং ১০ লক্ষ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগ আনার কথা।

চাষের প্রয়োজনে কৃষকদের নলকূল, জলাধার খননে উৎসাহিত করতে ৫০০০ কোটি টাকার একটি প্রকল্পের কথাও ঘোষণা করা হয়েছে। বল্লভভাই পটেল কৃষি পরিকাঠামো মিশনের আওতায় কোল্ড স্টোরেজ, গুদাম ইত্যাদি নির্মাণে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দের কথা বলা হয়েছে। ইস্তাহারে আলু, পেঁয়াজ ও টম্যাটোর জন্য ন্যূনতম সহায়ক মূল্যের (এমএসপি) প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। চাষের ক্ষেত্রে সৌরশক্তির মতো বিকল্প শক্তি ব্যবহার করলে, কৃষকদের পুরস্কৃত করার কথাও বলা হয়েছে। রয়েছে ৬টি মেগা ফুড পার্ক নির্মাণের প্রতিশ্রুতিও।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...