Saturday, November 8, 2025

Rishra: উন্নয়নের খতিয়ান তুলে ধরে রিষড়ায় প্রচার তৃণমূলের

Date:

Share post:

পুরভোটের দিনক্ষণ ঘোষণা এবং মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই হুগলির (Hoogli) বারোটি পুরসভার অন্যতম রিষড়া পুরসভায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা তুঙ্গে উঠেছে। বুধবার, মনোনয়ন জমা দিয়েছেন শাসকদল তৃণমূল (Tmc)-সহ বিরোধী বিজেপি (Bjp), কংগ্রেস (Congress) এবং বামফ্রন্ট (Left) প্রার্থীরা।

দেওয়াল লেখা থেকে শুরু করে কোভিড (Covid) বিধি মেনে ছোট ছোট গ্রুপ মিটিং এবং কর্মিসভা করছে তৃণমূল। রিষড়া পুরসভার বিদায়ী প্রধান বিজয় সাগর মিশ্র জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Benarjee) নেতৃত্বে সারারাজ্যে যে উন্নয়নের কাজ হয়েছে সেই উদাহরণ তুলে ধরেই প্রচার শুরু হয়েছে। রাস্তা থেকে আলো, জঞ্জাল সাফাই, শিক্ষা, পানীয়জল সব ক্ষেত্রেই উন্নতি ঘটেছে এই পুর বোর্ডের আমলে। 23 টি ওয়ার্ডের প্রত্যেকটি রাস্তা কংক্রিটের করা হয়েছে।

আরও পড়ুন:Viral Video – classroom :  ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর হাতাহাতি, ভাইরাল হল ভিডিও

বিজয়সাগর মিশ্র (Bijay Sagar Mishra) বলেন, বাম আমলে এখানকার বাঙ্গুর পার্ক এলাকায় একটি মাতৃসদন তৈরি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন অবহেলায় সেটা জীর্ণ দশায় মধ্যে পড়েছিল। কিন্তু তৃণমূলের এই পুরবোর্ডের আমলে সেটিকে একটি ঝাঁ চকচকে অত্যাধুনিক স্বাস্থ্য কেন্দ্রে পরিণত করা হয়েছে। পাঁচতলা ভবনটিতে রয়েছে অত্যাধুনিক স্বাস্থ্যব্যবস্থা।

যে রবীন্দ্রভবনটি ছিল তার আমূল পরিবর্তন করে একেবারে আধুনিক প্রেক্ষাগৃহে রূপ দেওয়া হবে। আগামী দু’মাসের মধ্যেই রবীন্দ্র ভবনটি চালু হয়ে করা যাবে। পাশাপাশি, রিষড়া সেবা সদনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কমিউনিটি হলে ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই সব পরিষেবা ও উন্নয়নকে সামনে রেখেই প্রচার চালাচ্ছে তৃণমূল। তবে, প্রচারের ময়দানে সেভাবে দেখা মিলছে না বিরোধীদের।

spot_img

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...