চলছে শেষ ইনিংস। তাতেই বাজিমাত করছে শীত। চলছে ঝোড়ো ব্যাটিং। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ এখনও বজায় থাকলেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। শুক্রবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে বলে জানিয়েছে আলিপুর।
আরও পড়ুন:Coochbehar Fire:কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত মা ও ছেলে
মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমল পরিষ্কার আকাশ থাকবে। আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৪ শতাংশ। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা কমেছে। তবে, শুক্রবার থেকে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে।
