Friday, November 14, 2025

সঙ্ঘের নির্দেশ অমান্য বঙ্গ বিজেপির, নেতৃত্বের স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ দিলীপের হুঁশিয়ারি

Date:

Share post:

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের(RSS) রাজনৈতিক শাখা বিজেপি। অথচ সেই আরএসএস-কে অমান্য করার অভিযোগ উঠল বিজেপির বঙ্গ শাখার বিরুদ্ধে। এই ঘটনার জেরে রাজ্য বিজেপির(BJP) সদর দপ্তর ৬, মুরলীধর সেন লেনে চাপানউতোর চরমে উঠেছে।

দিলীপ ঘোষের(Dilip Ghosh) পর বিজেপি রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছেন সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। তিনি দায়িত্বে আসার পর বিজেপির অন্তর্কোন্দল চরম আকার ধারণ করেছে। যার জেরে কালিমালিপ্ত হচ্ছে সংঘ ও বিজেপির ভাবমূর্তি। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক পদে এসেছেন সংঘের প্রচারক অমিতাভ চক্রবর্তী। আর তাঁকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত। বিজেপির যেকোনো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রে নেতৃত্বের পাশাপাশি নেতাদের মতামত নেওয়া হয়। সেই ভিত্তিতে এ রাজ্যের শীর্ষ সঙ্ঘ অধিকারীরা সুকান্ত-অমিতাভকে বেশ কিছু ‘রাজনৈতিক উপদেশ’ও দেন। কিন্তু কেশব ভবন সূত্রের দাবি, আরএসএসের সেই পরামর্শ কার্যত ছুঁড়ে ফেলে দিয়েছে বঙ্গ পার্টির ক্ষমতাসীন গোষ্ঠী।

আরও পড়ুন:West Bengal: আজ ফের শুরু দুয়ারে সরকার, ক্যাম্পে মিলবে ৬টি নতুন পরিষেবার সুবিধা

এই ঘটনার জেরে সংঘের এক পদাধিকারী বলেন, ‘আমরা বেশ কিছু পরামর্শ দিয়েছিলাম, কিন্তু রাজ্য বিজেপি তা গ্রহণ করেনি এখানকার দায়িত্বপ্রাপ্ত এক নেতার টিকি দিল্লির বিএল সন্তোষের কাছে বাঁধা রয়েছে বলে উনি কাউকে গুরুত্ব দিচ্ছেন না। মাঝখান থেকে বলির পাঠা হচ্ছে রাজ্য সভাপতি।’ ভালো বর্তমান অবস্থা নিয়ে আরএসএস-এর বক্তব্য স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘আমি সভাপতি থাকাকালীন সঙ্ঘ নানা পরমার্শ দিত। সকলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতাম। বর্তমানে হাতে গোনা দু’-তিনজন পার্টির দায়িত্বে রয়েছেন। তাঁরা হয়তো অতিরিক্ত আত্মবিশ্বাসী কিংবা ইগোয় ভুগছেন। তাই ভুল হচ্ছে।’

পাশাপাশি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি রীতিমতো হুঁশিয়ারির সুরে জানান, ‘নিজের পদ এবং দায়িত্ব সম্পর্কে অনেকেরই সঠিক ধারণা নেই। ভুল মানুষ মাত্রই হয়। কিন্তু তা সংশোধনের ইচ্ছা থাকা উচিত। সবার উপরে নজর রাখা হচ্ছে। উপযুক্ত জায়গায় জবাবদিহি করতে হবে পার্টির দায়িত্বশীল পদাধিকারীদের। কাউকে রেয়াত করা হবে না। কথা না শুনলে কপালে দুঃখ রয়েছে। পার্টির সর্বোচ্চ স্তরে পশ্চিমবঙ্গ নিয়ে ইনপুট জমা হচ্ছে। সঠিক সময়ে দল প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...